For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিলবে না বিরোধীর মর্যাদা, মমতাকে হুঁশিয়ারি মুকুলের! আগামী মাসে কত পর্যায়ে যোগদান বললেন কৈলাস

আগামী নির্বাচনে বিরোধীর মর্যাদা পাবে না তৃণমূল। এদিন দিল্লিতে এমনটাই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা মুকুল রায়।

Google Oneindia Bengali News

আগামী নির্বাচনে বিরোধীর মর্যাদা পাবে না তৃণমূল। এদিন দিল্লিতে এমনটাই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা মুকুল রায়। বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় জানালেন, আগামী মাসে অন্তত সাত পর্যায়ে বিজেপিতে যোগ দেবেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতা-কর্মীরা। এদিন দিল্লিতে ৩ বিধায়ক এবং ৫০-এর বেশি কাউন্সিলর বিজেপিতে যোগ দেন।

ভোটপ্রচারে প্রধানমন্ত্রীর বার্তা

ভোটপ্রচারে প্রধানমন্ত্রীর বার্তা

রাজ্যে ভোটপ্রচারে এসে প্রধানমন্ত্রী বলেছিলেন অন্তত ৪০ জন বিধায়ক তাদের দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। সেই সময় ডেরেক ও ব্রায়েন বলেছিলেন কোনও জনপ্রতিনিধিই বিজেপিতে যোগ দেবেন না। ভোটের পর প্রথম দফায় ৪০ না হলেও, ৩ জন বিধায়ক বিজেপিতে যোগ দিলেন। একইসঙ্গে এদিন বিজেপিতে যোগ দেন রাজ্যের তিনটি পুরসভায় কমপক্ষে ৫০ জন কাউন্সিলর।

মুকুল রায়ের হুঁশিয়ারি

এদিনের তৃণমূল জনপ্রতিনিধিদের বিজেপিতে যোগদান নিয়ে মুকুল রায় হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী নির্বাচনে তৃণমূল বিরোধী দলের মর্যাদা হারাবে। মুকুল রায়ের দাবি অনুযায়ী, এদিন বিজেপিতে যোগ দিয়েছেন, কাঁচড়াপাড়া পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান-সহ ১৭ জন কাউন্সিলর যোগ দিয়েছেন বিজেপিতে। প্রসঙ্গত কাঁচড়াপাড়ায় মোট কাউন্সিলর সংখ্যা ২৪ জন।
হালিসহরের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ ১৭ জন কাউন্সিলর এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। হালিসহরে মোট আসন ২৩।
নৈহাটিতে মোট ৩১ জনের মধ্যে ২৯জনই বিজেপিতে যোগ দিয়েছেন।
মুকুল রায় জানিয়েছেন, এদিন বিজেপিতে যোগ দিয়েছেন ভাতারের প্রাক্তন যুব কংগ্রেস নেতা শান্তনু কোনার। খানাকুল পঞ্চায়েত সমিতির সভাপতি নইমুল হক এবং পঞ্চায়েত প্রধান সন্দীপ বরও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন।

কৈলাস বিজয়বর্গীয়ের হুঁশিয়ারি

এরপর থেকে প্রত্যেক মাসেই তৃণমূল থেকে বিজেপিতে যোগদান পর্ব চলবে বলে জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। সামনের মাসেই সাত পর্যায়ে যোগদান পর্ব হবে বলে জানিয়েছেন তিনি।

English summary
TMC will not get opposition status in next election, claimed BJP leader Mukul Roy. Kailash Vijayvargiyaclaims there will be 7th phase joining in the next month.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X