For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জনজাতি ভোটে পাখির চোখ তৃণমূলের, বিধানসভা নির্বাচনের মুখে দলে দলে যোগদান

জনজাতি ভোটে পাখির চোখ তৃণমূলের, বিধানসভা নির্বাচনের মুখে দলে দলে যোগদান

Google Oneindia Bengali News

দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। এবার ত্রিপুরায় বিজেপিকে টক্কর দিতে জনজাতি ভোটকে পাখির চোখ করল তৃণমূল। ত্রিপুরার জনজাতি এলাকায় প্রচারে জোর দিয়েছে তাঁরা। সম্প্রতি ত্রিপুরার করবুকে একটি সভা করে ১০৫ পরিবারকে যোগদান করিয়েছে তারা।

জনজাতি ভোটকে পাখির চোখ তৃণমূলের

জনজাতি ভোটকে পাখির চোখ তৃণমূলের

তৃণমূল চাইছে ত্রিপুরার পিছিয়ে পড়া জনজাতির পাশে দাঁড়াতে। যাঁরা এতদিন কিছুই পায়নি তাঁদের পাশে দাঁড়িয়ে অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই শুরু করেছে তৃণমূল। বাংলায় দিদি পিছিয়ে পড়া মানুষদের যা দিয়েছেন, সেইসব প্রকল্পের আশ্বাসে তাঁরা চাইছেন জনজাতি ভোটকে নিজেদের বাক্সে পুরতে।

১০৫ পরিবারের তৃণমূলে যোগদান

১০৫ পরিবারের তৃণমূলে যোগদান

ত্রিপুরা প্রদেশ তণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের উপস্থিতিতে এলাকার ১০৫ পরিবার তৃণমূলের পতাকা হাতে তুলে নেয়। তাঁরা বলেন, জনজাতি এলাকায় বাড়ছে তৃণমূলের ভিত্তি। ফলে আসন্ন নির্বাচনে এই এলাকায় আরও ভালো ফল করার ব্যাপারে আশাবাদী তৃণমূল।

কার্যালয় খোলার এক মাস পরেই সভা

কার্যালয় খোলার এক মাস পরেই সভা

রাজীব বন্দ্যোপাধ্যায়-সুস্মিতা দেবের হাত ধরে ১০৫ পরিবার সিপিএম ছেড়ে তৃণমূলের যোগ দিয়েছেন বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। করবুকের এই জনসভায় তাঁদের হাতে পতাকা তুলে দেওয়া হয়। সুস্মিতা দেব বলেন, আমরা করবুকে সভা করলাম কার্যালয় খোলার ঠিক এক মাস পরেই।

জনজাতি এলাকায় তৃণমূলের বার্তা

জনজাতি এলাকায় তৃণমূলের বার্তা

তিনি বলেন, আমি খুশি যে এলাকার মানুষ তৃণমূলকে স্বাগত জানিয়েছেন। প্রথম সভাতেই এলাকার একটা বৃহত্তর অংশ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। ১০৫টি পরিবার আমাদের পতাকা তলায় এসেছেন। আমি তাদের সবাইকে স্বাগত জানাচ্ছে। আমরা আশা রাখছি, আগামীদিনে এলাকার মানুষজনকে নিয়ে উন্নয়নমূলক কাজ করতে পারব।

বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন তৃণমূলকেই!

বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন তৃণমূলকেই!

রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, আমরা ত্রিপুরার প্রত্যেক ব্লকে সংগঠন তৈরি করছি। ত্রিপুরার মানুষকে জাগ্রত করছি। ত্রিপুরার জনজাতি মহলে তো বটেই বিভিন্ন এলাকা থেকে আমরা সাড়া পেয়েছি। মানুষ আমাদের সঙ্গে আসছেন। তাঁরা বিজেপির শসানের অবসান চাইছেন। আর বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন তৃণমূলকেই।

ত্রিপুরা বিধানসভার লড়াই জমজমাট

ত্রিপুরা বিধানসভার লড়াই জমজমাট

আসন্ন ফেব্রুয়ারি মধ্যেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে অনুষ্ঠিত হবে। তাই সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই সাজো সাজো রব। তৃণমূল এবার ত্রিপুরায় প্রতিদ্বন্দ্বিতা করতে নামছে বিজেপি শাসনের অবসান ঘটানোর লক্ষ্যমাত্রা নিয়ে। এবার বিজেপির বিরুদ্ধে লড়াই কংগ্রেস ও সিপিএমের। রয়েছে টিপ্রাও। তৃণমূলও তৈরি হচ্ছে। ফলে ত্রিপুরা বিধানসভার লড়াই জমজমাট।

বিজেপি-সিপিএম ছেড়ে তৃণমূলে

বিজেপি-সিপিএম ছেড়ে তৃণমূলে

তৃণমূল করবুকের সভার পাশাপাশি সোনামুড়ায় এদিন প্রতিবাদ মিছিল ও পথসভা করে। এখানেও রাজীব বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব উপস্থিত ছিলেন। ছিলেন প্রদেশ তৃণমূলের সদ্য নির্বাচিত সভাপতি পীযুষকান্তি বিশ্বাস। তিনি জানান, তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে সাধারণ মানুষের স্বার্থে কাজ করছে, তাঁদের পাশে থাকার লড়াই চালাচ্ছে। এখানেও ২৬টি পারিবার বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন।

ছবি সৌ:ফেসবুক

Suvendu Adhikari: কেন্দ্রের থেকে ঋণ নেওয়া টাকা থেকেই লক্ষ্মীর ভান্ডার চলছে, বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীরSuvendu Adhikari: কেন্দ্রের থেকে ঋণ নেওয়া টাকা থেকেই লক্ষ্মীর ভান্ডার চলছে, বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

English summary
TMC wants to build base in Tribal belt of Tripura before Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X