For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিপুরায় জনতার দরবারে যাবে তৃণমূল, ২০২৩-এর লক্ষ্যে হাতিয়ার স্থানীয় পরিষেবা

ত্রিপুরায় জনতার দরবারে যাবে তৃণমূল, ২০২৩-এর লক্ষ্যে হাতিয়ার স্থানীয় পরিষেবা

Google Oneindia Bengali News

ত্রিপুরায় সংগঠন বাড়িয়ে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দল হয়ে উঠতে চলেছে তৃণমূল। এবার তারা ত্রিপুরাবাসীর ঘরে ঘরে যাওয়ার পরিকল্পনা নিল। ত্রিপুরার স্থানীয় সমস্যা নিয়ে পথে নামছে তৃণমূল। তৃণমূল চেষ্টা করছে স্থানীয় ইস্যু নিয়ে জনতার দরবারে পৌঁছতে। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বিদ্যুতের মতো সাধারণ পরিষেবা নিয়ে এবার আওয়াজ তুলতে চাইছে তারা।

মানুষের দৈনন্দিন পরিষেবাকে হাতিয়ার করছে তৃণমূল

মানুষের দৈনন্দিন পরিষেবাকে হাতিয়ার করছে তৃণমূল

তৃণমূল বাংলার বাইরে পা রাখতে সবার আগে বেছে নিয়েছে ত্রিপুরাকে। তার প্রধান কারণ ত্রিপুরা সংস্কৃতির সঙ্গে মিল রয়েছে বাংলার। আর ত্রিপুরায় ৬৪ শতাংশই বাংলাভাষি। তাই ত্রিপুরাকে পাখির চোখ করে ত্রিপুরাবাসীর মনে জায়গা করে নিতে মানুষের দৈনন্দিন পরিষেবাকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস।

মানুষের ক্ষোভকে ইস্যু করে ঝাঁপিয়ে পড়তে চাইছে তৃণমূল

মানুষের ক্ষোভকে ইস্যু করে ঝাঁপিয়ে পড়তে চাইছে তৃণমূল

সম্প্রতি পানীয় জলের দাবিতে কৈলাশহরের কালীশসেন রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। চা বাগান অধ্যুষিত ওই এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা চলছে। মূলত ওই এলাকায় বাসার করেন চা বানৃগানের কর্মীরা। তাঁরা পানীয় জল না পেয়ে রীতিমতো ক্ষুব্ধ। তাঁদের ক্ষোভকে ইস্যু করে ঝাঁপিয়ে পড়তে চাইছে তৃণমূল।

গ্রামবাসীদের সমর্থন আদায় করে নিতে উদ্যোগী তৃণমূল

গ্রামবাসীদের সমর্থন আদায় করে নিতে উদ্যোগী তৃণমূল

পানীয় জলের সমস্যার জন্য ইতিমধ্যেই গ্রামবাসীরা পঞ্চায়েতে এবং ডিডব্লুএস দফতরে লিখিত আকারে জানিয়েছে। কিন্তুব এখনও পর্যন্ত কোনও উদ্যোগ নেওয়া হয়নি সমস্যা সমাধানের। তাই গ্রামবাসীরা এবার বিক্ষোভে শামিল হয়েছে। তৃণমূল এবার এই পানীয় জল সমস্যাকে সামনে রেখে গ্রামবাসীদের সমর্থন আদায় করে নিতে উদ্যোগী হচ্ছে। এই বিক্ষোভে নেতৃত্ব দিতে এগিয়ে আসছে তৃণমূলীরা।

বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ মানুষের

বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ মানুষের

মানুষের এই ক্ষোভ বিজেপি সরকার তথা বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। তাঁরা বলছেন, গ্রাম পঞ্চায়েত সদস্য হয়ে বা প্রধান-উপপ্রধান হয়ে যদি মানুষের পাশে তা থাকলে, তবে কী লাভ ভোট দিয়ে তাঁদের নির্বাচিত করে। শুধু ভোট এলেই নানা পরিষেবার কথা, আদতে মানুষকে পরিষেবা দেওয়ার মতো কোনও কাজ করছে না এই প্রশাসন।

২০২৩-এ রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে প্রচার তৃণমূলের

২০২৩-এ রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে প্রচার তৃণমূলের

তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক জানান, প্রচারে বলা হচ্ছে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। আদতে তা হচ্ছে না। ত্রিপুরায় পরিষেবা থেকে মানুষ বঞ্চিত। কোনও উন্নয়নমূলক কাজ হচ্ছে না। বিজেপির শাসনে মানুষ পরিষে্বা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন। তাই মানুষের ঘরে ঘরে গিয়ে তৃণমূল পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। মানুষের কাছে তাঁদের দাবি নিয়ে যাচ্ছেন। ২০২৩-এ রাজ্যে পরিবর্তন এলে তাঁরা কী কী করবেন, তার প্রতিশ্রুতিও দিচ্ছেন।

English summary
TMC takes plan of house campaigning with local service in target of 2023 Assembly Election in Tripura
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X