For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাতিল নিয়ে বিতর্ক! কারণ খুঁজে পেল তৃণমূল কংগ্রেস

প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাতিল করার ঘটনায় কেন্দ্রের আচরণকে পক্ষপাত মূলক বলেই আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। এর আগে এদিন সকালে প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো বাতিল করার কথা ছড়িয়ে পড়ে।

  • |
Google Oneindia Bengali News

প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাতিল করার ঘটনায় কেন্দ্রের আচরণকে পক্ষপাত মূলক বলেই আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। এর আগে এদিন সকালে প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো বাতিল করার কথা ছড়িয়ে পড়ে। তৃণমূলের লোকসভার সাংসদ সৌগত রায়ের অভিযোগ, সিএএ এবং এনআরসি নিয়ে বিরোধিতা করায় পক্ষপাতমূলক আচরণ করছে কেন্দ্র।

 এবার বাতিল হয়েছে ৩৪ টি ট্যাবলো

এবার বাতিল হয়েছে ৩৪ টি ট্যাবলো

এবারের প্রজাতন্ত্র দিবসের প্যারেডের জন্য ২২ টি ট্যাবলোকে বাছাই করা হয়েছে ৫৬ টির মধ্যে থেকে। যেগুলির মধ্যে ১৬ টি রয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে। ছটি রয়েছে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক থেকে। ৩২ টি ট্যাবলোর প্রস্তাব এসেছিল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে। অন্যদিকে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক থেকে পাঠানো হয়েছিল ২৪ টি প্রস্তাব। হিসেব করলে দেখা যাচ্ছে এবার পশ্চিমবঙ্গের ট্যাবলো-সহ বাতিল করা হয়েছে ৩৪ টি ট্যাবলো

বাতিলের তালিকায় পশ্চিমবঙ্গের ট্যাবলো

বাতিলের তালিকায় পশ্চিমবঙ্গের ট্যাবলো

প্রকাশিত খবর অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, বাংলার প্রস্তাব বাতিল করা হয়েছে। বিশেষজ্ঞ কমিটির পর্যবেক্ষণ এবং বৈঠক করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রকের কমিটি ট্যাবলোর থিম, কনসেপ্ট, ডিজাইন, ভিসুয়াল ইমপ্যাক্ট পরীক্ষা করে দেখার পরেই অনুমতি দিয়ে থাকে।

কারণ খুঁজে পেল তৃণমূল

কারণ খুঁজে পেল তৃণমূল

ট্যাবলো বাতিল নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে পক্ষপাতমূলক বলে বর্ণনা করেছে তৃণমূল। লোকসভার সদস্য সৌগত রায়ে অভিযোগ,সিএএ এবং এনআরসি নিয়ে বিরোধিতা করায় পক্ষপাতমূলক আচরণ করছে কেন্দ্র।

বছরের শুরুতেই দিল্লিতে অগ্নিকাণ্ড, ১৩ দমকল কর্মী সহ ১৬ জন আহত! টুইটে দঃখ প্রকাশ কেজরিওয়ালেরবছরের শুরুতেই দিল্লিতে অগ্নিকাণ্ড, ১৩ দমকল কর্মী সহ ১৬ জন আহত! টুইটে দঃখ প্রকাশ কেজরিওয়ালের

English summary
TMC strongly opposes Defence Ministry's decision to reject West Bengal's tableau for Republic Day Parade. Before Defence Ministry has rejected West Bengal's tableau for Republic Day Parade on January 26, 2020.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X