For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭২ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার গ্রেফতার তৃণমূলের Saket Gokhale! গুজরাতের পথে সাংসদরা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফেক টুইটের মামলাতে জামিন পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র সকেত গোখেল! বৃহস্পতিবার গুজরাতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে বিজেপি । আর এর মধ্যেই ফের একবার সকেতকে গ্রেফতার করা হয়েছে বলে

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফেক টুইটের মামলাতে জামিন পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র সকেত গোখেল! বৃহস্পতিবার গুজরাতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে বিজেপি । আর এর মধ্যেই ফের একবার সকেতকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি। এই ঘটনায় ফের একবার সরব তৃণমূল নেতৃত্ব।

৭২ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার গ্রেফতার তৃণমূলের Saket Gokhale!

গুজরাত পুলিশ সকেতকে হেনস্থা করছে বলে অভিযোগ তুলে টুইট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। টুইটে তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে ফের গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেস মুখপাত্র সকেত গোখেলকে।

টুইটে ডেরেক দাবি করেছেন, এদিন গোখেল যখন আহমেদাবাদের সাইবার থানা ছেড়ে বের হচ্ছিলেন, সেই সময়ে তাঁকে কোনও নোটিশ বা ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা হয়েছে। আর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল সাংসদ। তবে ঠিক কি কারণে তৃণমূল নেতাকে ফের একবার গ্রেফতার করা হল তা এখনও স্পষ্ট নয়।

তবে ডেরেক জানাচ্ছেন, পুলিশের দাবি একটা ফেক টুইট করার অপরাধে তৃণমূলের মুখপাত্রকে ফের একবার গ্রেফতার করা হয়েছে। যদিও পুলিশের তরফে এই বিষয়ে স্পষ্ট কোনও তিথ্য দেওয়া হয়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে একই ভাবে ফেক টুইটের জন্যে গ্রেফতার করা হয় সকেতকে।

যে টুইটে তিনি দাবি করেছিলেন, মোদীর মোরবি যাওয়ার খরচ হয়েছে নাকি ৩০ কোটি। আর তা আরটিআই করে জানতে পারেন বলেও দাবি করেছিলেন ওই তৃণমূল নেতা। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। আর এই বিতর্কের মধ্যেই তদন্তকারীরা জানতে পারেন তৃণমূল নেতার করা সমস্ত টুইট ভুয়ো। এমনকি আরটিআইয়ের বিষয়টি সাজানো বলে জানা যায়। এরপরেই গ্রেফতার সকেত। যদিও আজ জামিন পান সকেত। কিন্তত ফের একবার তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে টুইট করেছেন ডেরেক। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

জানা যাচ্ছে, তৃণমূল সমস্ত লোকসভা এবং রাজ্য সভার সাংসদরা গুজরাত যাচ্ছেন। একাধিক মিথ্যা মামলাতে গোখেলকে ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ তৃণমূলের। শুক্রবার সকালে গুজরাতে তৃণমূল নেতারা যাচ্ছেন বলে জানা যাচ্ছে। যা নিয়ে উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা।

বলে রাখা প্রয়োজন, এর আগে সাকেতের গ্রেফতার প্রসঙ্গে মমতা বলেন, সাকেত দলের গুরুত্বপূর্ণ নেতা। ওর শরীর ভালো নয়। অনেক কষ্টে প্রাণ বাঁচানো হয়েছে। একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে টুইট করল বলে গ্রেফতার করতে হল... আর তা বলতে গিয়েই নিজের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী।

বলেন, আমার বিরুদ্ধে তো কত টুইট হয়।

English summary
Tmc spokesperson saket ghokhale arrested again, tweets Derek O'Brien
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X