For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের দুই লোকসভা প্রার্থী যোগাযোগ করছেন বিজেপির সঙ্গে! নয়া চালে মাতের চেষ্টা বিজেপির

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তো ১০০ বিধায়ককে ভাঙিয়ে আনার হুঙ্কার ছেড়েছেনই, একইসঙ্গে সর্বভারতীয় এক নিউজ চ্যানেলে তৃণমূলের দুই বিদায়ী সাংসদ তথা বর্তমান প্রার্থীর দলবদলের ইঙ্গিত দিয়েছে।

Google Oneindia Bengali News

ভোট শেষ হওয়ার পর বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট সামনে আসতেই তৃণমূলকে সিঁদুরে মেঘ দেখাতে শুরু করেছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তো ১০০ বিধায়ককে ভাঙিয়ে আনার হুঙ্কার ছেড়েছেনই, একইসঙ্গে সর্বভারতীয় এক নিউজ চ্যানেলে তৃণমূলের দুই বিদায়ী সাংসদ তথা বর্তমান প্রার্থীর দলবদলের ইঙ্গিত দিয়েছে।

তৃণমূলের দুই প্রার্থী যোগাযোগ করছেন বিজেপির সঙ্গে! নয়া চাল

খবরে প্রকাশ, বুথ ফেরত সমীক্ষায় রাজ্যে মোদী ঝড়ের ইঙ্গিত মিলতেই সোমবার তৃণমূলের দুই বিদায়ী সংসদ ও এবারের প্রার্থী বিজেপি শিবিরে যোগাযোগ করেছেন। দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তাঁদের ফোনে কথা হয়েছে বলে ওই খবরে প্রকাশ পেয়েছে। তবে ওই দুই বিদায়ী সাংসদের নাম প্রকাশ করেনি নিউজ চ্যানেলটি।

এমন কথা জানানো হয়েছে যে, তাঁরা যদি নির্বাচনে জেতেনও তাঁরা ফলাফল প্রকাশের পর বিজেপি শিবিরে যোগ দেবেন। উল্লেখ্য, রাজ্যে ৪২টি কেন্দ্রের মধ্যে এবার ২৩টি আসন টার্গেট করেছিল বিজেপি। কিন্তু এই চ্যানেলের বুথ ফেরত সমীক্ষা জানায়, বিজেপি ১১টি আসন পেতে পারে। তৃণমূল পেতে পারে ২৯টি এবং দুটি আসন যেতে পারে কংগ্রেসের দখলে।

এই সমীক্ষা রিপোর্টের পর তৃণমূলের জন্য হুঁশিয়ারি হল দুই বিদায়ী সাংসদের গোপন যোগাযোগের কথা ফাঁস করে দেওয়া। একদিকে দিলীপ ঘোষ বিধায়কদের মধ্যে ভাঙন ধরানোর বার্তা দিয়েছেন. অন্যদিকে কেন্দ্রের দিক থেকে সাংসদদের ভাঙিয়ে আনার ইঙ্গিত, তৃণমূলের উপর চাপ সৃষ্টির নতুন খেলা শুরু করেছে বিজেপি।

English summary
TMC’s two MP come candidates do contract with BJP after exit poll. This news is broadcasting on a national channel and BJP tries to gain the profit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X