For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে হারাতে কি বামেদের সঙ্গে জোট গড়বে তৃণমূল, কী জবাব দিলেন নতুন সভাপতি

বিজেপিকে হারাতে কি বামেদের সঙ্গে জোট গড়বে তৃণমূল, কী জবাব দিলেন নতুন সভাপতি

  • |
Google Oneindia Bengali News

বিজেপিকে হারানোর সংকল্প নিয়ে ত্রিপুরায় পা রেখেছিল তৃণমূল। বাংলায় একুশের নির্বাচনে জিতে ভিনরাজ্যে তৃণমূল প্রথম টার্গেট করেছিল ত্রিপুরাকে। ত্রিপুরায় পা দিয়ে প্রথমে চমক দিলেও পরে তা স্তিমিত হয়ে যায়। এখন বিধানসভা নির্বাচনের মুখে তাঁদের কী কৌশল, জানালেন নয়া সভাপতি।

কংগ্রেসকে ভেঙে নতুন ইউনিট

কংগ্রেসকে ভেঙে নতুন ইউনিট

ত্রিপুরায় পা দিয়েই কংগ্রেসকে ভেঙে নতুন ইউনিট গড়ে তুলেছিল তৃণমূল। প্রথমে আহ্বায়ক থেকে প্রাক্তন কংগ্রেস নেতা সুবল ভৌমিক হয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতিও। কিন্তু তাঁর বিজেপি-যোগ জল্পনা সামনে আসার পর তাঁরে সরিয়ে দেয় তৃণমূল।

তৃণমূলের নতুন সভাপতিকে প্রশ্ন

তৃণমূলের নতুন সভাপতিকে প্রশ্ন

সুবল ভৌমিকের অপসারণের সাড়ে তিনমাস পর নতুন সভাপতি বেছে নেয় তৃণমূল। আর এক প্রাক্তন কংগ্রেসী পীযুষকান্তি বিশ্বাসকে জদলে যোগদান করিয়ে সভাপতির আসনে বসানো হয়। নয়া সেই সভাপতির কাছেই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, বামেদের সঙ্গে কি জোট গড়বে তৃণমূল?

বাম-জোট নিয়ে পীযুষকান্তি

বাম-জোট নিয়ে পীযুষকান্তি

সেই প্রশ্নের জবাব নতুন সভাপতি পীয়ুষকান্তি বিশ্বাস সাফ জানিয়ে দেন, ভোটের আগে কোনও জোট নয়। কংগ্রেস হোক বা সিপিএম, কিংবা টিপ্রা- জোট রাজনীতিই এড়িয়ে চলতে চাইছেন নতুন সভাপতি। তিনি আরও স্পষ্ট করে দিয়েছেন বামেদের সঙ্গে কোনও জোটে তাঁরা যাবেন না।

সমমনোভাবাপন্ন দলগুলি জোট প্রশ্নে

সমমনোভাবাপন্ন দলগুলি জোট প্রশ্নে

ত্রিপুরায় আপাতত সমমনোভাবাপন্ন দলগুলি জোট করে বিজেপির বিরুদ্ধে এবার বিধানসভায় লড়বে কি না, তা নিয়ে জোর চর্চা চলছে। সেই চর্চার মধ্যেই পীযুষকান্তি বিশ্বাস বলেছেন, বামেদের সঙ্গে কোনও ধরনের জোটে তারা যাবেন না। তবে সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে জোটের কথা তিনি উড়িয়ে দেননি।

রাজ্য কমিটির প্রথম বৈঠকে

রাজ্য কমিটির প্রথম বৈঠকে

তৃণমূলের রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর পীযুষকান্তি বিশ্বাস প্রথম রাজ্য কমিটি মিটিং করলেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা তৃণমূলের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকেই তিনি স্পষ্ট করে দেন কেন তাঁরা বামেদের সঙ্গে জোটের পথে হাঁটবেন না।

কোনও প্রতিশ্রুতি রাখেনি বিজেপি

কোনও প্রতিশ্রুতি রাখেনি বিজেপি

পীযুষকান্তি বিশ্বাস বলেন, ১০ হাজার ৩২৩ জন শিক্ষক চাকরি হারিয়েছিলেন ত্রিপুরায়। বামফ্রন্ট সরকার তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিল কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সেটা তারা করেনি। বিজেপিও ২০১৮-র নির্বাচনের আগে ফলাও করে জানিয়েছিল কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা। পে কমিশন ঘোষণার কথা। কিন্তু কোনও প্রতিশ্রুতি রাখেনি বিজেপি সরকার।

১০৫ পরিবারকে তৃণমূলে যোগদান

১০৫ পরিবারকে তৃণমূলে যোগদান

এদিন ত্রিপুরাজুড়ে নানা কর্মসূচির কথা ঘোষণা করেন তৃণমূলের নতুন সভাপতি। বিজেপি সরকার যদি অবিলম্বে দাবিপূরণ না করে তবে জানুয়ারি তেকে সরকরা অচল করে দেবেন তাঁরা। এদিন বিভিন্ন সময়ে কংগ্রেসের বিভিন্ন পদে থাকা নেতা-সর ১০৫ পরিবারকে তৃণমূল কংগ্রেসে যোগদান করান পীযুষকান্তি।

বিজেপির কার দিকে তাক তৃণমূলের, অভিষেকের বার্তার পর দিল্লিতে যোগদান-জল্পনাবিজেপির কার দিকে তাক তৃণমূলের, অভিষেকের বার্তার পর দিল্লিতে যোগদান-জল্পনা

English summary
TMC’s new state president of Tripura clears about alliance with Left Front before Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X