For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান জাতীয় রাজনীতির ‘ক্যাচলাইন’! খেলা শুরু ত্রিপুরা-দিল্লিতেও

তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান জাতীয় রাজনীতির ‘ক্যাচলাইন’! খেলা শুরু ত্রিপুরা-দিল্লিতেও

Google Oneindia Bengali News

বাংলার রাজনীতিতে জয় শ্রীরাম স্লোগানের বদলা খেলা হবে স্লোগানে মাত দিয়েছিল তৃণমূল। সেই 'খেলা হবে' স্লোগান এবার জাতীয় রাজনীতিতেও ক্যাচলাইন হতে চলেছে। রাজ্যে খেলা হবে দিবস পালন করার ডাক দিয়েছেন মমতা। ত্রিপুরাতেও খেলা হবে দিবস পালনের বার্তা দেওয়ার পাশাপাশি সংসদেও আওয়াজ উঠল 'খেলা হবে'।

‘খেলা হবে’ স্লোগানে মুখর হলেন তৃণমূল সাংসদরা

‘খেলা হবে’ স্লোগানে মুখর হলেন তৃণমূল সাংসদরা

বাংলায় 'খেলা হবে' স্লোগানে ঝড় ওঠার পর সেই সাফল্যের রেশ ধরে তার হিন্দি রূপান্তর শুরু হয়েছে। তার আগে উত্তরপ্রদেশে প্রচার শুরু হয়ে গিয়েছে 'খেলা হোই' স্লোগানে ভর করে। তারপর সংসদে উঠল 'খেলা হবে' স্লোগান। বুধবার লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর সময় 'খেলা হবে' স্লোগানে মুখর হলেন তৃণমূল সাংসদরা।

ত্রিপুরাতেও খেলা শুরু, ‘খেলা হবে’ দিবসেরও পরিকল্পনা

ত্রিপুরাতেও খেলা শুরু, ‘খেলা হবে’ দিবসেরও পরিকল্পনা

তারপর বুধবার ত্রিপুরায় গিয়ে বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, ত্রিপুরাতেও খেলা শুরু হয়ে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো জানিয়েই দিয়েছেন বাংলার পাশাপাশি 'খেলা হবে' দিবস পালন হবে প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতেও। মোট কথা বাংলার পর বাংলাভাষাভাষী রাজ্য ত্রিপুরাতেও ঝড় উঠতে চলেছে 'খেলা হবে' স্লোগানকে পাথেয় করেই।

তৃণমূলের ‘খেলা হবে’ জাতীয় রাজনীতিতেও ক্যাচলাইন

তৃণমূলের ‘খেলা হবে’ জাতীয় রাজনীতিতেও ক্যাচলাইন

তার থেকেও বড় কথা সংসদে 'খেলা হবে' স্লোগান তুলেছেন সাংসদরা। তৃণমূলের 'খেলা হবে' যে জাতীয় রাজনীতিতে এবার ক্যাচলাইন হয়ে উঠতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। বাংলার স্লোগান রাজ্যে রাজ্যে, রাজধানীতে, সর্বোপরি সংসদে উঠতে শুরু করেছে। তবে সংসদে দলীয় স্লোগান তোলার বিষয়টি ভালো চোখে নিচ্ছে না রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

অতি উৎসাহে তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান সংসদে

অতি উৎসাহে তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান সংসদে

মোদী বিরোধী ঐক্য গড়ে তুলতে দিল্লিতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতে চাঙ্গা দলের সাংসদরা। মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় কমিটির চেয়ারপার্সন মনোনীত হওয়ার পর দলের সাংসদরা চার্জ হয়ে গিয়েছেন। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছেন সাংসদদের। ফলত ওয়েলে নেমে এদিন প্রতিবাদে গর্জে ওঠেন তৃণমূল সাংসদরা। অতি উৎসাহে তাঁরা 'খেলা হবে' স্লোগানও দিতে শুরু করেন।

পেগাসাস-কাণ্ডে বিজেপির বিরুদ্ধে খেলা হবে স্লোগান

পেগাসাস-কাণ্ডে বিজেপির বিরুদ্ধে খেলা হবে স্লোগান

তৃণমূল পেগাসাস-কাণ্ডে বিজেপিকে কোণঠাসা করার পরিকল্পনা নিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পেগাসাস-ইস্যুতে তাঁদেরকেই নেতৃত্ব দিতে হবে। সেইমতো এদিন লোকসভায় পেগাসাস ইস্যুতে সরব হয় তৃণমূল কংগ্রেস। ওয়েলে নেমে প্রতিবাদ চলাকালীনই 'খেলা হবে' স্লোগান দিতে শোনা যায় তৃণমূল সাংসদদের।

‘খেলা হবে’ স্লোগান মমতা-সৌজন্যে ‘খেলা হবে’ দিবস

‘খেলা হবে’ স্লোগান মমতা-সৌজন্যে ‘খেলা হবে’ দিবস

একুশের নির্বাচনে খেলা হবে স্লোগান তৈরি হয়েছিল বিজেপির জয় শ্রীরামের বিরুদ্ধে। স্বল্প সময়ে সেই 'খেলা হবে' স্লোগান জনপ্রিয় হয়ে ওঠে। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও 'খেলা হবে' স্লোগান দিতে শুরু করে। প্রতি জনসভায় একটি-দুটি করে ফুটবল ছুড়ে তিনি 'খেলা হবে' স্লোগান দিতেন। তারপর প্রকল্পের পাশাপাশি 'খেলা হবে' দিবস পালনের বার্তাও দেন।

বাংলা ও ত্রিপুরাই নয়, জাতীয় রাজনীতিতেও ‘খেলা হবে’

বাংলা ও ত্রিপুরাই নয়, জাতীয় রাজনীতিতেও ‘খেলা হবে’

আগামী ১৬ ফেব্রুয়ারি রাজ্যজুড়ি পালিত হবে 'খেলা হবে' দিবস। ত্রিপুরাতেও তা পালেনর তোড়জোড় শুরু হয়েছে। এই আঙ্গিকে বুঝিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পরবর্তী লক্ষ্য ত্রিপুরা। রাজ্যের ক্লাবগুলিকে দেওয়া হবে একটি করে 'জয়ী' বল। শুধু যে বাংলা ও ত্রিপুরাই নয়, দিল্লিতে তথা জাতীয় রাজনীতিতেও তৃণমূলের স্লোগান বিরোধী রাজনীতিক ক্যাচলাইন হয়ে উঠছে, তা স্পষ্ট।

English summary
TMC’s ‘Khela habe’ slogan is now ‘catch line’ of national politics, already starts in Delhi and Tripura
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X