For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদায় বেলায় বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে মোদীকে নিশানা! ডেরেকের ভাষণে উঠে এল 'দ্বিচারি' প্রসঙ্গ

এদিন উপরাষ্ট্রপতি (Vice president) এবং চেয়ারম্যান (Chairman) হিসেবে রাজ্যসভায় বেঙ্কাইয়া নাইডুর (Venkaiah Naidu) কার্যকালের শেষ দিন ছিল। সেই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দলের সাংসদরা বিদায়ী ভাষণ দেন।

  • |
Google Oneindia Bengali News

এদিন উপরাষ্ট্রপতি (Vice president) এবং চেয়ারম্যান (Chairman) হিসেবে রাজ্যসভায় বেঙ্কাইয়া নাইডুর (Venkaiah Naidu) কার্যকালের শেষ দিন ছিল। সেই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দলের সাংসদরা বিদায়ী ভাষণ দেন। নিজের ভাষণে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) তীব্র কটাক্ষ করেন।

নাইডু চেষ্টা করেছিলেন কিন্তু প্রধানমন্ত্রী উত্তর দেননি

নাইডু চেষ্টা করেছিলেন কিন্তু প্রধানমন্ত্রী উত্তর দেননি

ডেরেক ও'ব্রায়েন বলেন, বেঙ্কাইয়া নাইডু ছিলেন রাজ্যসভার চেয়ারম্যান। তিনি হয়তো চেষ্টা করেছিলেন, তাঁর সম্পূর্ণ মেয়াদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে কোনও একটি প্রশ্নের উত্তর দেন। কিন্তু তা হয়নি।

নাইডুর অস্বাভাবিক অবস্থান

নাইডুর অস্বাভাবিক অবস্থান

ডেরেক ও'ব্রায়েন আরও বলেছেন, ২০২০-র ২০ সেপ্টেম্বর যেদিন বর্তমানে বাতিল হওয়া তিন কৃষি বিল রাজ্যসভায় পাশ হয়েছিল, সেদিনও নাইডু চেয়ারে ছিলেন না। এর উত্তর কোনও দিন নিজের জীবনীতে হয়তো উল্লেখ করবেন বেঙ্কাইয়া নাইডু বলেছেন ডেরেক।
একই সঙ্গে তৃণমূল সাংসদ স্মরণ করেছেন, বিজেপির বিরোধী আসনে থাকার সময় জ্বালানির মূল্য নিয়ে তাঁর আবেগপূর্ণ বক্তৃতার কথা। তিনি বলেছেন, ২০১৩ সালের ২ সেপ্টেম্বর হাউসে পেট্রোল ও ডিজেল নিয়ে আবেগপূর্ণবক্তৃতা করেছিলেন নাইডু। একদিন হয়তো আত্মজীবনীতে একথাও উল্লেখ করবেন একথা।

ফোন ট্যাপিং নিয়ে বলেছিলেন, কিন্তু পেগাসাস নিয়ে নয়

ফোন ট্যাপিং নিয়ে বলেছিলেন, কিন্তু পেগাসাস নিয়ে নয়

ডেরেক ও'ব্রায়েন বলেছেন, এই নাইডু ২০১৩-তে ফোন ট্যাপিং নিয়ে হস্তক্ষেপ করেছিলেন। কিন্তু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় পেগাসাস নিয়ে কোনও আলোচনা হয়নি। ডেরেক বলেছেন, ২০১৩-র ১ মার্চ বেঙ্কাইয়া নাইডু হাউসে ৫-৬ মিনিটের জন্য ফোন ট্যাপিং নিয়ে হস্তক্ষেপ করেছিলেন। কিন্তু গত কয়েক বছরে পেগাসাস নিয়ে রাজ্যসভায় আলোচনার কোনও সুযোগ হয়নি।

নাইডুর প্রশংসায় মোদী

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদায়ী উপরাষ্ট্রপতি কাজ ও নীতির প্রশংসা করেছেন। মোদী বলেছেন, তিনি (নাইডু) কখনই কাজকে বোঝা বলে মনে করেননি। এদিন রাজ্যসভায় বিদায়ী চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতিঅফিস ছেড়ে যান। পরবর্তী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় শপথ নেবেন ১১ অগাস্ট।

এই সরকার আমাদের বলতে লজ্জা লাগছে! উত্তর প্রদেশের বিজেপি সাংসদের বিস্ফোরক ভিডিও টুইট কংগ্রেসেরএই সরকার আমাদের বলতে লজ্জা লাগছে! উত্তর প্রদেশের বিজেপি সাংসদের বিস্ফোরক ভিডিও টুইট কংগ্রেসের

English summary
TMC's Derek O'Brien targets Venkaiah Naidu with PM Modi on Vice President's farewell speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X