For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার দিল্লিতে 'বদল' রুখতে কেজরিওয়ালের পাশে তৃণমূল! কড়া চ্যালেঞ্জের মুখে কেন্দ্র

Google Oneindia Bengali News

দ্য গভর্মেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল এখনই রাজ্য়সভায় না আনার অনুরোধ করলেন ডেরেক ও' ব্রায়েন৷ এই বিষয় নিয়ে রাজ্যসভার অধ্যক্ষ বেঙ্কাইয়া নাইডুকে একটি চিঠি দেন।

দিল্লি সংক্রান্ত আইনের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা

দিল্লি সংক্রান্ত আইনের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা

পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচার সভা থেকে দ্যা গভর্মেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল, ২০২১ নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বিষয় নিয়ে এখনই রাজ্যসভায় বিল না আনার জন্য অনুরোধ জানাল তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন এই বিষয় নিয়ে রাজ্যসভার অধ্যক্ষ বেঙ্কাইয়া নাইডুকে একটি চিঠি দেন।

ডেরেকের যুক্তি

ডেরেকের যুক্তি

সেই চিঠিতে ডেরেক উল্লেখ করেছেন, ৫ রাজ্যে নির্বাচন চলছে। নির্বাচনের মধ্যে অনেক রাজনৈতিক দলের সাংসদেরা সংসদে উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিলে সকলের আলোচনার সুযোগ থাকা উচিত। অনুরোধ করেন এই বিলের আলোচনা পিছিয়ে দেওয়া হোক।

আরও বেশি ক্ষমতা পাবেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর

আরও বেশি ক্ষমতা পাবেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর

উল্লেখ্য, গতকাল দ্য গভর্মেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল ২০২১ পাস হয় লোকসভায়৷ এই বিল আইনে পরিণত হলে দিল্লিতে আরও বেশি ক্ষমতা পাবেন লেফটেন্যান্ট গভর্নর৷

লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্ব স্পষ্ট ভাবে ভাগ করা হবে

লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্ব স্পষ্ট ভাবে ভাগ করা হবে

কেন্দ্রীয় সরকারের দাবি, এই বিল দিল্লিতে নির্বাচিত সরকার ও লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্ব স্পষ্ট ভাবে ভাগ করে দেবে৷ সরকারের একটি সূত্রের খবর, এই বিল আইনে পরিণত হলে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দিল্লির সরকারকে লেফটেন্যান্ট গভর্নরের অনুমতি নিতে হবে৷

ক্ষুব্ধ কেজরিওয়াল

ক্ষুব্ধ কেজরিওয়াল

গতকাল ওই বিল পাস হওয়ার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কোজরিওয়াল৷ তাঁর কথায়, ওই বিল পাস হওয়ার অর্থ দিল্লির মানুষের অপমান৷ ভোট দিয়ে ক্ষমতায় যাদের আনা হয়েছিল তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেবে এবং যারা হেরে গেছে তাদের হাতে ক্ষমতা তুলে দেবে ওই বিল৷

অভিনেত্রী শ্রীলেখা মিত্রর অদেখা ছবির গ্যালারি

English summary
TMC's Derek O Brien asks Rajya Sabha Chairaman Venkaiah Naidu to consider delaying GNCTD Bill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X