For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার নিজের রাজ্যে পুড়ছে তৃণমূলের ব্যানার-পোস্টার! নেপথ্যে কারা তদন্ত শুরু

তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের লাগানো ব্যানার পুড়িয়ে দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যানারগুলি লাগিয়েছিল তৃণমূলের ছাত্র সংগঠনের সদস্যরা।

Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের লাগানো ব্যানার পুড়িয়ে দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যানারগুলি লাগিয়েছিল তৃণমূলের ছাত্র সংগঠনের সদস্যরা। রবিবার যাদবপুরের ক্যাম্পাসে ব্যানারগুলি পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার নেপথ্যে কারা, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

মমতার রাজ্যে দাউদাউ পুড়ছে তৃণমূলের ব্যানার-পোস্টার

তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়, গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতির মাতৃভাষা দিবসে আর্টস ও সায়েন্স মোড়ে কয়েকটি ব্যানার টাঙায় তৃণমূল। তৃণমূলের উদ্যোগে উদযাপিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রবিবার দেখা যায়, কেউ বা কারা পুড়িয়ে দিয়েছে ব্যানারগুলি। কয়েকটি ব্যানারের কোনও হদিশও নেই। কিছু অর্ধপোড়া অবস্থায় পড়ে রয়েছে।

তৃণমূলের অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃণমূলের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছিল। ফের যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে ওঠে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে।

উপাচার্যকে হেনস্থা পর্যন্ত করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এরপর উপাচার্যের সঙ্গে দেখা করে ছাত্রদের বিরুদ্ধে কড়া হতে নির্দেশ দেন। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেও এই ঘটনায় কড়া নিন্দা করেন। তারপরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়।

English summary
TMC’s banner and poster are burn in Jadavpur University. Recently Jadavpur’ students demands student council election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X