For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা থেকে গোয়ায় লোক পাঠাচ্ছে তৃণমূল ও আইপ্যাক! মমতার ২য় সফরের আগে 'ভিডিও'য় বিস্ফোরক শুভেন্দু

গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচন ( Goa assembly Election 2022) 'করা'তে সেখানে প্রতিদিনই লোক পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং প্রশান্ত কিশোরের (Prashant Kishor) আইপ্যাক (IPAC) । এদিন সোশ্যাল মিডিয়ায় এক ভ

  • |
Google Oneindia Bengali News

গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচন ( Goa assembly Election 2022) 'করা'তে সেখানে প্রতিদিনই লোক পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং প্রশান্ত কিশোরের (Prashant Kishor) আইপ্যাক (IPAC) । এদিন সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করে এমনটাই অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামে বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি।

পশ্চিমবঙ্গ থেকে লোক নিয়ে যাচ্ছে তৃণমূল ও আইপ্যাক

পশ্চিমবঙ্গ থেকে লোক নিয়ে যাচ্ছে তৃণমূল ও আইপ্যাক

এদিন একটি ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন প্রতিদিন শ'য়ে শ'য়ে লোক গোয়ায় পাঠানো হচ্ছে সামনের নির্বাচনের কারণে। গোয়াবাসীর এদের ব্যাপারে সতর্ক থাকা উচিত। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, এইসব লোকেদের প্রাথমিক কাজই হবে বিতর্ক তৈরি মাধ্যমে শান্তিপূর্ণ গোয়ায় অস্থির পরিস্থিতি তৈরি করা। যা থেকে সতর্ক করতে শুভেন্দু অধিকারী গোয়ার মুখ্যমন্ত্রী এবং সেখানকার ডিজিপিকেও ট্যাগ করেছেন।

তৃণমূলের হয়ে ভোট করাতে গোয়ায়

তৃণমূলের হয়ে ভোট করাতে গোয়ায়

ভিডিওতে দেখা যাচ্ছে মারগাঁও স্টেশনে ট্রেন থেকে নামছেন বহু বাঙালি যুবক। কেউ কেউ বাংলাতেও বলছেন তৃণমূলের জন্য কাজ করতেই তারা গোয়ায়। অপর এক যুবককে বলতে শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে এসেছেন। আইপ্যাক পাঠিয়েছে, তৃণমূলের হয়ে কাজ করার জন্য। ভোট করাতেই তারা সেখানে বলে জানাচ্ছে ওই যুবক। তবে ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

 ১৩ ডিসেম্বর গোয়ায় যাচ্ছেন মমতা-অভিষেক

১৩ ডিসেম্বর গোয়ায় যাচ্ছেন মমতা-অভিষেক

প্রসঙ্গ উল্লেখ্য ১৩ ডিসেম্বর গোয়ায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁদের দুদিনের কর্মসূচি আছে বলেই জানা গিয়েছে। অক্টোবরের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার গোয়ায় যান। তবে রাজনৈতিক কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটাই প্রথম গোয়া সফর। তার আগে শুভেন্দু অধিকারীর এই অভিযোগ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে, এই ভিডিওটি ফেক। বিজেপি, গোয়া ফরওয়ার্ড পার্টি এবং কংগ্রেস তৃণমূলকে কালিমালিপ্ত করতেই মিথ্যার আশ্রয় নিয়েছে।

 আগেও শুভেন্দু নিশানা করেছিলেন লিয়েন্ডার ও মমতাকে

আগেও শুভেন্দু নিশানা করেছিলেন লিয়েন্ডার ও মমতাকে

অক্টোবরের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছিলেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। যা নিয়ে কটাক্ষ করতে গিয়ে শুভেন্দু অধিকারী প্রশ্ন ছথিল, লিয়েন্ডার পেজের বাড়ি কোথায়। তিনি বলেছিলেন, যখন তাঁকে দলের তরফে অসমের পর্যবেক্ষক করা হয়েছিল সেই সময় তৃণমূল নোটার থেকেও কম ভোট পেয়েছিল। পাশাপাশি তিনি অভিযোগ করেছিলেন, বাংলা থেকে টাকা লুট করে গোয়ায় গিয়ে খরচ করছে তৃণমূল। রাজ্য সরকারের টাকায় ভাড়া করা বিমানে গোয়া সফর নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। অন্যদিকে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে তৃণমূল নেতা লুইজিনো ফেলেইরোকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠানোয় বহিরাগত বলে আক্রমণ শানিয়েছিলেন।

কলকাতা পুরসভা নির্বাচন ২০২১: অভিষেকের পথেই ব্যবস্থা! দুই হেভিওয়েট-সহ বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীদের হুঁশিয়ারিকলকাতা পুরসভা নির্বাচন ২০২১: অভিষেকের পথেই ব্যবস্থা! দুই হেভিওয়েট-সহ বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীদের হুঁশিয়ারি

English summary
To alert Goa CM and Goa DGP Suvendu Adhikari alleged TMC and Prashant Kishor's IPAC are sending people to Goa to conduct election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X