For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্ডিয়া গেটে মোদীর হাতে উদ্বোধন হওয়া নেতাজি-আলোর 'অন্তর্ধান'! ক্ষোভে দিল্লির রাজপথে তৃণমূল সাংসদরা

নেতাজিকে (Netaji Subhas Chandra Bose) নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। ব্রিটিশের পক্ষ নেওয়া যে সাভারকারকে দেশনেতা বলে মানে দেশের শাসক দল, তারাই এবার আঁকড়ে ধরেছে নেতাজিকে। ১২৫ তম জন্মদিনে কেন্দ্রীয় সরকারের তরফে ইন্ডিয়া গ

  • |
Google Oneindia Bengali News

নেতাজিকে (Netaji Subhas Chandra Bose) নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। ব্রিটিশের পক্ষ নেওয়া যে সাভারকারকে দেশনেতা বলে মানে দেশের শাসক দল, তারাই এবার আঁকড়ে ধরেছে নেতাজিকে। ১২৫ তম জন্মদিনে কেন্দ্রীয় সরকারের তরফে ইন্ডিয়া গেটে বসানো হয়েছিল নেতাজির হলোগ্রাম স্ট্যাচু (Hologram Statue)। যার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দশদিন যেতে না যেতে ইন্ডিয়া গেট থেকে 'অন্তর্ধান' নেতাজি স্ট্যাচুর। যা নিয়ে এদিন দিল্লির রাজপথে নামলেন তৃণমূল সাংসদরা।

নেতাজির জন্মদিনে হলোগ্রাম মূর্তির উদ্বোধন

নেতাজির জন্মদিনে হলোগ্রাম মূর্তির উদ্বোধন

২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্ম বার্ষিকী তথা পরাক্রম দিবসের সন্ধেয় হলোগ্রাম মূর্তির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তখন বাজানো হয় কদম কদম বাড়ায়ে যা গানটি। প্রোজেক্টরের মাধ্যমে উচ্চ ক্ষমতা সম্পন্ন হলোগ্রাফিক স্ক্রিনে নেতাজির থ্রিডি মূর্তিটি ফুটে ওঠে সকলের সামনে। প্রধানমন্ত্রী সেই সময় বলেছিলেন নেতাজির মূর্তি তৈরি করতে গ্রানাইটের থেকে ভাল উপাদান আর কিছু হতে পারে না।

ইন্ডিয়া গেটে বসবে গ্রানাইটের মূর্তি

ইন্ডিয়া গেটে বসবে গ্রানাইটের মূর্তি

ইন্ডিয়া গেট থেকে অমর জওয়ান জ্যোতি সরানোর পরে সেখানে নেতাজির মূর্তি বসানোর কথা জানায় কেন্দ্রীয় সরকার। ঠিক হয় সেখানে গ্রানাইটের মূর্তি বসানো হবে। আর যতদিন না সেই মূর্তি তৈরি হচ্ছে, তত দিন সেখানে থাকবে হলোগ্রামের মূর্তি।

আপত্তি উঠেছিল হলোগ্রামের মূর্তি নিয়ে

আপত্তি উঠেছিল হলোগ্রামের মূর্তি নিয়ে

যদিও নেতাজির হলোগ্রাম মূর্তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পরিবারের সদস্য তথা প্রাক্তন বিজেপি নেতা চন্দ্র বসু হলোগ্রাম মূর্তির আদল নিয়ে আপত্তি তোলেন। প্রধানমন্ত্রী মোদীকে চিঠি পাঠিয়ে তিনি বলেন, মূর্তির আদল ঠিক হয়নি। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের কমিটিতে আলোচনার দাবিও তোলেন তিনি।

 দিল্লির রাজপথে তৃণমূল সাংসদরা

দিল্লির রাজপথে তৃণমূল সাংসদরা

এরই মধ্যে ইন্ডিয়া গেট থেকে নেতাজির হলোগ্রামের মূর্তিটি উধাও হয়ে গিয়েছে। যা নিয়ে এদিন সরব হয়েছিলেন তৃণমূলের বেশ কয়েকজন সাংসদ। তাঁরা বিষয়টি নিয়ে দিল্লির রাজপথেও নামেন। সুখেন্দুশেখর রায়, সৌগর রায়, শান্তা ছেত্রী, মৌসম বেনজির নূরের মতো সাংসদরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হয়েছিলেন। তাতে লেখা ছিল কেন নেতাজির মূর্তি ন্ধকারে রাখা হল। আলো দিন। দূর করুন অন্ধকার। তৃণমূল সাংসদরা অভিযোগ করেন, বড় অনুষ্ঠান করে নেতাজির হলোগ্রামের মূর্তি উদ্বোধন করার পরেও কেন তা অন্ধকার করে রাখা হচ্ছে। বিষয়টিকে অপমানজনক বলেও মন্তব্য করেন তাঁরা। তৃণমূলের সাংসদদের এই বিক্ষোভে হঠাৎ করেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুক্রবার তাঁরা বিষয়টি নিয়ে সংসদে সরব হবেন বলে জানা গিয়েছে।

বাংলায় ২৪ ঘন্টায় টেস্ট কমতেই কমল করোনা আক্রান্তের সংখ্যা, ঠেকানো যাচ্ছে না মৃত্যু সংখ্যা বৃদ্ধিবাংলায় ২৪ ঘন্টায় টেস্ট কমতেই কমল করোনা আক্রান্তের সংখ্যা, ঠেকানো যাচ্ছে না মৃত্যু সংখ্যা বৃদ্ধি

English summary
TMC MPs targets Modi Govt on Disappearance of hologram statue of Netaji Subhas Bose inaugurated by PM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X