For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেঘনাদের মতো জেটলির পিছনে লুকিয়ে আছেন মোদী, রাফালে বিতর্কে কটাক্ষ সৌগতের

রাফালে নিয়ে ফের উত্তাল সাংসদ। রাহুল গান্ধী থেকে তৃণমূলের সৌগত রায় তোপ দাগলেন কেন্দ্রের সরকারকে। তৃণমূলের বর্ষীয়ান সাংসদ এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন মেঘনাদ-কটাক্ষে।

  • |
Google Oneindia Bengali News

রাফালে নিয়ে ফের উত্তাল সাংসদ। রাহুল গান্ধী থেকে তৃণমূলের সৌগত রায় তোপ দাগলেন কেন্দ্রের সরকারকে। তৃণমূলের বর্ষীয়ান সাংসদ এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন মেঘনাদ-কটাক্ষে। সৌগত রায় বলেন, রামায়ণে মেঘনাদ যেমন মেঘের আড়াল থেকে আক্রমণ করতেন, মোদী তেমনি জেটলির পিছনে লুকিয়ে রয়েছেন।

মোদীজি মেঘনাদের ভূমিকা পালন করছেন

মোদীজি মেঘনাদের ভূমিকা পালন করছেন

রাফালে-কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নজিরবিহীন আক্রমণ করলেন তৃণমূল সাংসদ। মোদীকে মেঘনাদ আখ্যা দিয়ে তিনি একের পর এক প্রশ্ন ছোড়েন। তিনি বলেন, মোদীজি সভায় মুখোমুখি হতে ভয় পান। রাহুল গান্ধী সে সুর বেঁধে দিয়েছিলেন কেন্দ্রের বিরুদ্ধে, তার সঙ্গে তাল মিলিয়েই সৌগত রায় বলেন, শুধু মোদীজিই যে মেঘনাদের ভূমিকা পালন করছেন তা নয়, প্রতরিক্ষামন্ত্রীও কিছু বলছেন না।

ছোট আম্বানিকে তোপ সৌগত রায়ের

এ প্রসঙ্গে সৌগতের প্রশ্ন, ছোট আম্বানিকে কেন বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হল? একটা লোকসানে চলা কোম্পানিকে বরাত পাইয়ে দেওয়া হল কেন? মাত্র ১২ দিন আগে কোম্পানি গঠন করেছেন ছোট আম্বানি, অথচ তাঁকেই রাফালে বরাত দেওয়া হল। তাই আমরা এই রাফালে তদন্তে যৌথ সংসদীয় কমিটি চাই।

জেটলির ‘ওলাদেঁ’র উচ্চারণ নিয়ে প্রশ্ন

জেটলির ‘ওলাদেঁ’র উচ্চারণ নিয়ে প্রশ্ন

এদিন অরুণ জেটলির রাফালে বিবৃতি নিয়েও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। অরুণ জেটলির ‘ওলাদেঁ'র উচ্চারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন হল্যান্ড নয় ওই উচ্চারণ হবে ওলাদেঁ। তার জায়গায় হল্যান্ড উচ্চারণ করছেন জেটলি। হল্যান্ডে নামে দেশ আছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন না। এদিন সৌগত রায় বলেন, রাফালে চুক্তি নিয়ে যুক্তিযুক্ত কিছু বলতে পারেননি জেটলি।

[আরও পড়ুন:পাঁচ বছরে বিরোধী থেকে শাসক হয়ে কতটা স্টান্স বদলেছেন মোদী][আরও পড়ুন:পাঁচ বছরে বিরোধী থেকে শাসক হয়ে কতটা স্টান্স বদলেছেন মোদী]

রাফালে চুক্তি বদল নিয়ে প্রশ্ন

রাফালে চুক্তি বদল নিয়ে প্রশ্ন

রাফালে চুক্তি কেন বদল হল। কেন ৫২৬ কোটির জায়গায় ১৬-১৭ শো কোটি? কেন ১২৬-এর জায়গায় মাত্র ৩৬ জেট, তা নিয়ে প্রশ্ন তোলেন সৌগত রায়। সেইসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেন সাংসদ। সভায় উপস্থিত হয়ে রাফালে জবাব দেওয়ার চ্যালেঞ্জ ছোড়েন প্রধানমন্ত্রীকে।

[আরও পড়ুন:পয়া জায়গা থেকেই লোকসভা ভোটের প্রচারে নামছেন নরেন্দ্র মোদী, রয়েছে কোন পরিকল্পনা][আরও পড়ুন:পয়া জায়গা থেকেই লোকসভা ভোটের প্রচারে নামছেন নরেন্দ্র মোদী, রয়েছে কোন পরিকল্পনা]

English summary
TMC MP Sougata Roy criticizes Narendra Modi as Meghnad of Ramayana. He says Modi is hidden on back of Arun Jatley,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X