For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা ‘নেত্রী’ কিন্তু রাহুল ‘আইকন’! মোদীর চ্যালেঞ্জার হিসেবে তাহলে কে এগিয়ে ২০২৪-এ

মমতা ‘নেত্রী’ কিন্তু রাহুল ‘আইকন’! মোদীর চ্যালেঞ্জার হিসেবে তাহলে কে এগিয়ে ২০২৪-এ

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানলেও রাহুল গান্ধীকে নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহার আলাদা ভাবাবেগ রয়েছে। রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাই শত্রুঘ্ন সিনহা তাঁকে দেশের যুব সমাজের আইকন বলে সম্বোধন করেছেন। তাঁর এই মন্তব্যে প্রশ্ন উঠে পড়েছে, আগামী ২০২৪-এর নির্বাচনে কি তাঁর দল রাহুলকে দেশের নেতা হিসেবে মেনে নেবে?

রাহুলের প্রশংসায় পঞ্চমুখ যখন তৃণমূল সাংসদ

রাহুলের প্রশংসায় পঞ্চমুখ যখন তৃণমূল সাংসদ

শত্রুঘ্ন সিনহা বিজেপি ছেড়ে গত লোকসভা নির্বাচনের আগেই যোগ দিয়েছিলেন কংগ্রেসে। কিন্তু কংগ্রেস থেকে তিনি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেননি। ২০২২-এ তিনি বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে সংসদে গিয়েছেন। কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা এখন তৃণমূল সাংসদ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর নেত্রী মেনে রাহুলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তাতেই তৈরি হয়েছে বিতর্ক।

নরেন্দ্র মোদীর বিকল্প হয়ে ওঠার প্রশ্নে

নরেন্দ্র মোদীর বিকল্প হয়ে ওঠার প্রশ্নে

২০২৪-এর নির্বাচন এগিয়ে এলেও কংগ্রেসের সঙ্গে সম্পর্ক শুধরোয়ইনি তৃণমূলের। রাহুল গান্ধীকে বিরোধী জোটের নেতা মানতে নারাজ তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়কেই তাঁরা নরেন্দ্র মোদীর বিকল্প মুখ বা প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দেখতে চায় তৃণমূল। কিন্তু এক রাজ্যের দল কী করে ভারত-নেত্রী হতে পারেন জাতীয় কংগ্রেসের মুখকে সরিয়ে, তা নিয়ে প্রশ্ন উঠে পড়ে।

দেশের যুব সমাজের আইকন রাহুল

দেশের যুব সমাজের আইকন রাহুল

সাম্প্রতিক অতীতে কংগ্রেস বিজেপিকে হারাতে ব্যর্থ হলেও কংগ্রেসই যে বিজেপির প্রধান বিরোধী, তা মানা ছাড়া উপায় নেই। বিজেপি বিরোধী দলগুলিকে এক মঞ্চে আসতে গেলে কংগ্রেসকেই মানতে হবে সর্বোচ্চ অবস্থানে। কিন্তু তৃণমূল তা মানতে না চাইলেও সম্প্রতি তৃণমূল সাংসদ প্রাক্তন কংগ্রেসি শত্রুঘ্ন সিনহা সাফ জানিয়ে দিয়েছেন, রাহুল নিজেকে দেশের যুব সমাজের আইকন হিসেবে উন্নীত করেছেন।

ভারত জোড়ো যাত্রার সাফল্যে উন্নীত রাহুল

ভারত জোড়ো যাত্রার সাফল্যে উন্নীত রাহুল

তৃণমূল রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেও ভারত জোড়ো যাত্রা করে যে সাফল্য ইতিমধ্যে তিনি পেয়েছেন, তাতে দেশ যে ভবিষ্যৎ নেতা হিসেবে তাঁর পিছনে রয়েছে তা স্পষ্ট। তৃণমূল রাহুলের ভারত জোড়ো যাত্রা নিয়ে তৃণমূল কোনও ইচিবাচক প্রতিক্রিয়া না জানালেও তৃণমূল সংসদ শত্রুঘ্ন সিনহা ব্যক্তিগতভাবে তাঁকে দেশের যুব সমাজের আইকন মেনে নিয়েছেন।

মমতা ও রাহুলের তুলনায় শত্রুঘ্ন সিনহা

মমতা ও রাহুলের তুলনায় শত্রুঘ্ন সিনহা

তিনি বলেছেন, মমতাই আমার নেত্রী। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি। তিনি প্রকৃত অর্থেই গোটা দেশের আম জনতার নেত্রী। কিন্তু এমন কিছু জিনিস ঘটে যায়, যার থেকে নজর সরানো যায় না। তেমনই একটা বৈপ্লিবিক উদ্যোগ হল রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। রাহুল এই যাত্রার মাধ্যমে দেশের যুব সমাজের আইনৃকন হয়ে গিয়েছেন।

সাফল্য, সম্মান এবার ধরা দেবে রাহুলের কাছে

সাফল্য, সম্মান এবার ধরা দেবে রাহুলের কাছে

শত্রুঘ্নের মতে, রাহুল গান্ধী এই মুহূর্তে দেশের প্রত্যাশ্যা, প্রতীক্ষার প্রতীক। অভাবনীয় এই ভারত পরিক্রমায় কারও সমালোচনা করেননি রাহুল, দেশকে ভালোবাসর মন্ত্রে বাঁধতে চেয়েছেন। তার দশক ধরে যে উপহাস, উপেক্ষা আর তিরস্কারের শিকার হয়েছেন তিনি, তার জবাব তিনি দিয়েছেন ভালোবাসার মন্ত্রে। তিনি যা করে দেখিয়েছেন, তাতে সাফল্য, সম্মান এবার তাঁর কাছে ধরা দেবে।

রাহুল গান্ধী ক্যারিশ্মা দেখাতে শুরু করেছেন

রাহুল গান্ধী ক্যারিশ্মা দেখাতে শুরু করেছেন

শত্রুঘ্নের এই ব্যক্তিগত মত যা, গোটা দেশ সেই সুরে কথা বলছে। এর আগেও শত্রঘ্ন সিনহা বলেছিলেন, রাহুল গান্ধী বিজেপিকে মোক্ষম জবাব দিয়েছেন তাঁর ভারত জোড়ো যাত্রার মাধ্যমে। ভারত পরিক্রমার পর অন্তত কেউ রাহুল গান্ধীকে পাপ্পু বলে কটাক্ষ করবেন না। রাহুল গান্ধী ক্যারিশ্মা দেখাতে শুরু করেছেন। মানুষের কাছ থেকে সমর্থনও পাচ্ছেন।

ভারত পরিক্রমায় ম্যাজিক দেখিয়েছেন রাহুল

ভারত পরিক্রমায় ম্যাজিক দেখিয়েছেন রাহুল

রাহুলের ভারত জোড়ো যাত্রা বিজেপির রথ যাত্রার মতো নয় বলেই তাঁর মত। কেননা রাহুল গান্ধী মানুষের সঙ্গে হাঁটছেন। লক্ষাধিক মানুষ তাঁকে সমর্থন করে রাস্তায় নেমেছেন। রাহুল তাঁর ভারত পরিক্রমার মধ্য দিয়ে ম্যাজিক ছড়িয়ে দিতে পেরেছেন। আগামী নির্বাচনে তার প্রতিফলন দেখা যাবে বলেও মনে করেন তিনি। একজন তৃণমূল সাংসদ হিসেবে তাঁর এই ব্যাখ্যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রধানমন্ত্রী মোদীর বিকল্প মুখ হিসেবে

প্রধানমন্ত্রী মোদীর বিকল্প মুখ হিসেবে

অর্থাৎ ২০২৪-এ যে রাহুল গান্ধী দেশের অন্যতম মুখ হয়ে উঠবেন, তা দেশের একটা বৃহৎ সংখ্যাক মানুষ মনে করছেন। শক্রঘ্ন সিনহা আক্ষরিক অর্থেই বুঝিয়ে দিয়েছেন, আগামীর নেতা রাহুল গান্ধী। ভারত তাঁর হাতে বিশ্বস্ত থাকবে। ভারত জোড়ো যাত্রায় নেতৃত্ব দিয়ে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অনেক আঞ্চলিক নেতাকে হারিয়ে তিনি এগিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদীর বিকল্প মুখ হিসেবে। মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Weather News: শীতের পথে বাধা ঘূর্ণাবর্ত! ৩ জেলা শীতলতম, একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস Weather News: শীতের পথে বাধা ঘূর্ণাবর্ত! ৩ জেলা শীতলতম, একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

English summary
TMC MP Shatrughan Sinha says Mamata is my leader but Rahul Gandhi is icon of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X