For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Lakhimpur: ঘোল খাইয়ে লখিমপুর খেরিতে পৌঁছলেন তৃণমূল সাংসদরা! যোগীর পুলিশকে ধমক দোলা সেনের

পুলিশের চোখে ধুলো দিয়ে লখিমপুর খেরিতে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা। রবিবার লখিমপুরে আটজনের মৃত্যুর খবর সামনে আসতেই নড়ে ওঠে গোটা দেশ। আর এরপরেই সেখানে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

পুলিশের চোখে ধুলো দিয়ে লখিমপুর খেরিতে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা। রবিবার লখিমপুরে আটজনের মৃত্যুর খবর সামনে আসতেই নড়ে ওঠে গোটা দেশ। আর এরপরেই সেখানে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। দোলা সেন, প্রতিমা মণ্ডল, কাকলী ঘোষ দস্তিদাররা সোমবারেই সেখানে পৌঁছে যান।

লখিমপুর খেরিতে পৌঁছলেন তৃণমূল সাংসদরা

কিন্তু পুলিশের চোখে ফাঁকি দিতে পারেননি তৃণমূল সাংসদরা। আজ মঙ্গলবার একেবারে পুলিশের চোখ এড়িয়ে লখিমপুর খেরিতে পৌঁছে গেলেন তৃণমূল সাংসদরা।

জানা গিয়েছে, একেবারে দুই দলে ভাগ হয়ে তাঁরা সেখানে পৌঁছে যান বলে জানা গিয়েছে। তবে যাওয়ার সময়ে উত্তর প্রদেশ পুলিশ প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ দোলা সেন সহ একাধিক তৃণমূল সাংসদরা। জানা যায় মঙ্গলবার দুপুরে লখিমপুর খেরি মৃত কৃষকদের পরিবারের কাছে পৌঁছে যান দোলা সেন, কাকলি ঘোষদস্তিদার, সুস্মিতা দেব, প্রতিমা মণ্ডল ও আবীর বিশ্বাস। পরিবারের পাশে রয়েছেন মমতা বন্দ্যপাধ্যায়।

সেই বার্তাই পরিবারকে দেন তাঁরা। শুধু তাই নয়, সবরকম পরিস্থিতি এবং লড়াইয়ে কৃষকদের পাশে যে তাঁরা আছেন সেই বার্তাই দেন তৃণমূল সাংসদরা। পাশাপাশি তাঁরা পরিবারকে এও জানান যে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁরা এখানে এসেছেন।

এদিন দফায় দফায় তৃণমূল সাংসদদের পুলিশের বাঁধার মুখে পড়তে হয়। কিন্তু যেভাবেই হোক পৌঁছতে হবে! সেই মানিসিকতা নিয়েই তাঁরা এগিয়ে যান। যদিও একটা সময়ে বিক্ষোভরত কৃষকরাই তৃণমূল সাংসদদের গাড়ি ঘিরে গ্রামে পৌঁছে দেন। পুলিশের নজর এড়িয়ে খুব সহজেই মৃত পরিবারের পাশে পৌঁছে যান তাঁরা।

অন্যদিকে, কোনও রকমে বিমান অবতরণ করলেও ভূপেশ লখনউ বিমানবন্দরের বাইরে বেরোতে দেওয়া হয়না বলে অভিযোগ ওঠে। পুলিশের বিরুদ্ধে এহেন অভিযোগ উঠতে থাকে। এমনকি মুখ্যমন্ত্রীকে আটকে রাখা হয় বিমানবন্দরের মধ্যেই। এমনটাও অভিযোগ সামনে আসতে থাকে।

তারই প্রতিবাদে ভূপেশ বাঘেল বিমানবন্দরের মেঝেতে বসে ধরনা দিতে শুরু করেন। লখিমপুর যাওয়ার কথা ছিল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর। গতকালই তাঁর বিমান অবতরণে নিষেধাজ্ঞা জারি করেছিল উত্তর প্রদেশ সরকার। মঙ্গলবার বিমান অবতরণ করলেও তাঁকে বিমানবন্দর থেকে বেরোতে দেওয়া হয়নি।

অন্যদিকে লখিমপুর খেরায় যেতে চাওয়ায় গ্রেফতার করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকেও। গতকাল থেকেই সীতাপুরের একটি গেস্ট হাউসে তাঁেক আটক করে রাখা হয়েছিল। সেখানেই এবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। সেই গেস্ট হাউসেই অস্থায়ী জেল তৈরি করা হয়েছে।

English summary
TMC MP reached Lakhimpur to support protesting farmers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X