মেয়ের হাত ধরে সংসদে ঘুরলেন মা, গরবিনী মায়ের সামনেই বক্তৃতা পেশ সাংসদ মিমির
মেয়ের হাত ধরে সংসদে পা রেখে বেজায় খুশি মা। মেয়ে মিমি চক্রবর্তী সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই মাকে সঙ্গে করে সংসদ চত্বর ঘুরে দেখালেন। তারপর প্যাভিলিয়নে বসে মা বক্তৃতা শুনলেন মেয়ের। নিজের খুশি গোপন করেনি মিমির মা তাপসীদেবী। মেয়ের কৃতিত্বে গৌরবান্বিত হলেন। প্রকাশ করলেন খুশির অভিব্যক্তি।

মিমির মা বলেন, আগে সংসদ ভভনের বাইরে থেকে দেখেছি। কিন্তু সংসদের ভিতরে ঢোকার অনুমতি পাইনি। আজ মেয়ের জন্যই তা সম্ভব হল। আমি খুব খুশি। এই খুশি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। একজন মায়েরর কাছে এর থেকে বড় পাওয়া আর কী হতে পারে!
এদিন মিমি মাকে সংসদ ভবনে ঘোরানোর পর সংসদে বক্তব্য রাখেন। মায়ের সামনে নিজের বক্তব্য পেশ করেন মেয়ে। পশু প্রেমী হিসেবে নিজেকে তুলে ধরে পথ কুকুরদের উপর ঘটে চলা নৃসংস অত্যাচার রদে কঠোর আইন করার দাবি তোলেন। সংসদে তিনি বলেন, পথ কুকুরদের নিরাপত্তার জন্য কোনও বিশেষ আইন নেই। অবিলম্বে কোনও কঠোর আইন আনার প্রস্তাব রাখেন তিনি।