For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী প্রসঙ্গে কুকথা বলায় সংসদে বিজেপি-বামেদের তোপের মুখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Google Oneindia Bengali News

মোদী প্রসঙ্গে কুকথা বলায় সংসদে বিজেপি-বামেদের তোপের মুখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নোংরা ভাষা প্রয়োগ করায় এবার সংসদের মধ্যে বিজেপি ও সিপিএম-এর তোপের মুখে পড়তে হল তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হবে বলেও সরব হল শাসক দল।

সংসদীয় বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব প্রতাপ রুডি বলেন, "মনে হচ্ছে বন্দ্যোপাধ্যায়বাবু অনড়। তিনি যদি ক্ষমা না চান তাহলে আমরা তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে বাধ্য হব।"

হুগলী জেলার চণ্ডীতলায় একটি দলীয় সভায় দিতে গিয়ে কল্যাণবাবু। বলেন, "নরেন্দ্র মোদী একটা অপদার্থ লোক। এমন অপদার্থ প্রধানমন্ত্রী আগে এ দেশে কখনও আসেনি। ২০১৯ সালে ওকে মানুষ গুজরাতের গান্ধীনগরের সেই গলিতে ঢুকিয়ে দেবে, যেখান থেকে এসেছিল।" প্রসঙ্গত, 'গলিতে ঢুকিয়ে দেবে' বলার সঙ্গে সঙ্গে বাম হাত দিয়ে অশ্লীল ইঙ্গিত করেন তিনি।

আরও পড়ুন : দিদির যোগ্য ভাই! মোদী-সিদ্ধার্থনাথের উদ্দেশে নোংরা ভাষা কল্যাণের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং প্রসঙ্গেও অশালীন মন্তব্য করেন তৃণমূল সাংসদ।

এদিন সংসদে প্রথম বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া নাম না করে তৃণমূল সাংসদের কাছ থেকে ক্ষমা প্রার্থণা করেন। তিনি বলেন, লালবাহাদুর শাস্ত্রী, যিনি তাঁর কাজ ও 'জয় জওয়ান জয় কিষাণ' স্লোগানের জন্য আজও মানুষের মনে রয়ে গিয়েছেন তাঁর বিরুদ্ধে কোনওরকম অশালীন আচরণ করা কোনও সাংসদের অনুচিত। লালবাহাদুর শাস্ত্রী প্রসঙ্গে মন্তব্য করতে যেভাবে এক সাংসদ হঠকারিতা দেখিয়েছেন তা কখনও সাধারণ মানুষ সহ্য করবে না।

বিজেপির পাশাপাশি সিপিএম সাংসদ মহম্মদ সেলিমও আলুওয়ালিয়ার মন্তব্যকে সমর্থন করেন এবং তৃণমূলের আর এক সাংসদ তাপস পালের বিতর্কিত মন্তব্যও মনে করিয়ে দেন।

English summary
TMC MP Kalyan Banerjee faces BJP, Left attack in Lok Sabha on remarks against PM Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X