For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি শাসিত রাজ্যে গর্তে ফেলা হচ্ছে করোনা আক্রান্তদের লাশ! গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব কাকলি

গড়িয়ায় গাড়ি থেকে বেওয়ারিশ লাশ নামানোর দৃশ্যের জবাব কর্নাটকের ছবি দিয়ে দিল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কর্নাকের বেল্লারিতে মৃতদের শেষকৃত্য সম্পন্নের দৃশ্য। সেই ছবি তুল

  • |
Google Oneindia Bengali News

গড়িয়ায় গাড়ি থেকে বেওয়ারিশ লাশ নামানোর দৃশ্যের জবাব কর্নাটকের ছবি দিয়ে দিল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কর্নাকের বেল্লারিতে মৃতদের শেষকৃত্য সম্পন্নের দৃশ্য। সেই ছবি তুল ধরেই আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

চিনে এবার প্লেগের শঙ্কা, জারি করা হল লেভেল থ্রি ওয়ার্নিংচিনে এবার প্লেগের শঙ্কা, জারি করা হল লেভেল থ্রি ওয়ার্নিং

প্রায় একমাস আগে গড়িয়ার ছবি নিয়ে শোরগোল

প্রায় একমাস আগে গড়িয়ার ছবি নিয়ে শোরগোল

প্রায় একমাস আগে গড়িয়া শ্মশানে গাড়ি থেকে যেভাবে বস্তা নামানো হয়, ঠিক সেইভাবে লাশ নামানোর দৃশ্য ভাইরাল হয়েছিল। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল সেগুলি ছিল করোনা আক্রান্তদের। যা নিয়ে বারবার আক্রমণ করে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। যদিও পরে রাজ্য সরকারের থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, লাশগুলি বেওয়ারিশ। বিভিন্ন হাসপাতালে থাকা লাশগুলি পোড়ানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেখানে।

কর্নাটকের ছবি নিয়ে শোরগোল

কর্নাটকের ছবি নিয়ে শোরগোল

কর্নাটকের বেল্লারিতে বড় গর্ত তৈরি করা হয়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে লাশ টেনে নামিলে পিপিই পরা লোকজন গিয়ে ফেলছে সেই গর্তের মধ্যে। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। লাশগুলি গর্তে ফেলা হচ্ছে ময়লা ফেলার ভঙ্গিতে। মতদেহ সৎকারে কোনও সহানুভূতি না থাকা নিয়ে প্রশ্ন উছতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।

এবার আক্রমণ কাকলি ঘোষ দস্তিদারের

এই ছবি নিয়েই টুইটারে সরব হয়েছেন তঋণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কটাক্ষ করে তিনি বলেছেন, বিজেপি শাসিত রাজ্যে মৃত করোনা রোগীদের কি এটাই উপযুক্ত প্রাপ্য। তাঁর প্রশ্ন প্রতিবাদের আওয়াজ এখন শোনা যাচ্ছে না কেন।

সরব হয়েছে রাজ্য কংগ্রেস নেতৃত্ব

সরব হয়েছে রাজ্য কংগ্রেস নেতৃত্ব

বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্য কংগ্রেস নেতৃত্ব। দলের নেতা ডিকে শিবকুমার বলেছেন, এভাবেই কি সরকার করোনা পরিস্থিতির মোকাবিলা করবে, প্রশ্ন তুলেছেন তিনি। তবে এই ঘটনার পরে ৬ পুরকর্মীকে বরখাস্ত করার কথা জানিয়েছেন রাজ্য প্রশাসন। তবে বিজেপির তরফে কোনও মন্তব্য শোনা যায়নি।

English summary
TMC MP Kakali Ghosh Dastidar targets BJP for fineral of Covid-19 patient in Karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X