For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৮ দিনে ২২টি বিল পাস, বুলডোজ করছেন মোদী, ফের পাপড়ি চাট কটাক্ষ ডেরেকের

৮ দিনে ২২টি বিল পাস, বুলডোজ করছেন মোদী, ফের পাপড়ি চাট কটাক্ষ ডেরেকের

Google Oneindia Bengali News

৮ দিনে ঝড়ের গতিতে ১১টি বিল পাস সংসদে। ফের নরেন্দ্র মোদীেক পাপড়ি চাট মন্তব্যে বিঁধলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ওব্রায়েন। টুইটে তিনি মোদীকে নিশানা করে লিখেছেন। সংসদে বিলগুলিকে বুলডোজ করছেন প্রধানমন্ত্রী মোদী। বাদল অধিবেশনের প্রথম সপ্তাহে একটি বিলও পাস করা হয়নি। অথচ তার পর থেকেই এর সপ্তাহের মধ্যে ২২টি পাস করিয়েছেন মোদী সরকার। কত দ্রুত পাপড়ি চাট বানানো যায় তার নজির তৈরি করছেন মোদী। এর আগেও এই বিল পাস করা নিয়ে পাপড়ি চাট মন্তব্য করেছিলেন ডেরেক।

ডেরেকের পাপড়ি চাট মন্তব্য

ডেরেকের পাপড়ি চাট মন্তব্য

রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ওব্রায়েন মন্তব্য করেছিলেন বিরোধীদের অনুপস্থিতিেত এমন ভাবে বিল পাস করাচ্ছে মোদী সরকার যেন মনে হচ্ছে টাপটপ পাপড়ি চাট তৈরি হয়েছে। ডেরেকের এই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেরেকের কড়া সমালোচনা করেছিলেন। কিন্তু তাতেও দমেননি ডেরেক তৃণমূল ভবনে পাপড়ি চাট পার্টি করেছিলেন তিনি। তাতে সামিল হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য সাংসদরাও। ছিলেন কাকলি ঘোষদস্তিদারও। ডেরেক এই মন্তব্য নিয়ে তুমুল হইচই পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে।

ডেরেককে নিশানা নকভির

ডেরেককে নিশানা নকভির

ডেরেক ওব্রায়েনের পাপড়ি চাট মন্তব্যের পাল্টা কটাক্ষ করেিছলেন রাজ্যসভায় বিজেপির ডেপুটি লিটার মুক্তা আব্বাস নকভি। গতকাল সংসদ অধিবেশন শুরুর আগে নকভি ডেরেককে নিশানা করে বলেন, পাপড়ি চাটে অ্যালার্জি থাকলে ফিস কারি খান। সংসদতে তো বিরোধীরা মাছের বাজার বানিয়ে ফেলেছেন। ইচ্ছে করে সংসদের কোনওকাজ হতে দিচ্ছেন না বিরোধীরা। সংসদের অভিবেশন ভন্ডুল করার চক্রান্ত করছেন তাঁরা নিশানা করেছেন নকভি। বিরোধী দলের সাংসদদের বিক্ষোভ নিয়ে মুখ খুলেছিলেন স্পিকার ওম বিড়লাও। তিনি অভিযোগ করেছিলেন নজির বিহীন বিক্ষোভ হচ্ছে সংসদের উভয় কক্ষে।এভাবে বিক্ষোভ দেখিয়ে সংসদের কাজে ব্যাঘাত ঘটানো জারি থাকলে তিনি কড়া পদক্ষেপ করতে বাধ্য হবেন বলেও সাংসদদের সতর্ক করেছিলেন।

ফের মোদীকে নিশানা ডেরেকের

ফের মোদীকে নিশানা ডেরেকের

নকভির নিশানার পরের ফের প্রধানমন্ত্রী মোদীকে পাপড়ি চাট মন্তব্যে বিঁধলেন ডেরেক ওব্রায়েন। ডেরেক অভিযোগ করেছেন বিরোধীদের অনুপস্থিতির সুযোগে একের পর এক বিল পাস করাচ্ছে মোদী সরকার। ৮ দিনে ২২িট বিল পাস করানো হয়েছে। যাকে বলে বুল্ডোজ করা হচ্ছে বিল গুলিকে। বিরোধীদের সঙ্গে আলোচনাই করতে চাইছে না মোদী সরকার অভিযোগ করেছেন ডেরেক ও ব্রায়েন। আবারও সেই সংসদে পাপড়ি চাট তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। টুইটে ২২টি বিলের তালিকা পর্যন্ত দিয়ে দিয়েছেন ডেরেক। তিনি অভিযোগ করেছেন বাদল অধিবেশনের প্রথম সপ্তাহে একটি বিলও পেশ করেনি মোদী সরকার। যেই দ্বিতীয় সপ্তাহ থেকে বিরোধীরা বিক্ষোভ শুরু করেছে ঠিক তখনই সুযোগ বুঝে একের পর এক বিল পাস করাতে শুরু করেছেন তিনি। পেগাসাস ইস্যুতে গত কয়েকদিন ধরেই বিক্ষোভে উত্তাল সংসদ অধিবেশনের দুই কক্ষ। বারবার অধিবেশন মুলতুবি হয়ে যাচ্ছে। বিরোধীরা ওয়াকআউট করছেন। অনেকেই প্রতিবাদে অধিবেশনে যোগ দিচ্ছেন। আর সেই সুযোগের ব্যবহার করছে মোদী সরকার এমনই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ।

সাসপেন্ড ৬ সাংসদ

সাসপেন্ড ৬ সাংসদ

গতকাল রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের ৬ সাংসদকে সাসপেন্ড করা হয়। পেগাসাস ইস্যুতে আলোচনার দাবিতে রাজ্যসভার ওয়েলে নেমেবিক্ষোভ দেখাচ্চিলেন তাঁরা। চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু তাঁদের নিজের জায়গায় গিয়ে বসতে বলেন। কিন্তু সাংসদরা সেটা না শুনে ওয়েলে নেমেবিক্ষোভ দেখাতে থাকেন। শেষে সংসদের ধারা প্রয়োগ করে তৃণমূল কংগ্রেসের ৬ সাংসদকে সাসপেন্ড করা হয় দিনের মতো। মৌসম বেনজির নূর, শান্তা ছেত্রী, দোলা সেন, অর্পিতা ঘোষ, নাদিমুল হক, আবির রঞ্জন বিশ্বাসকে সাসপেন্ড করা হয়। এর আগে কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে কাগজ ছিনিয়ে নিয়ে িছঁড়ে দেওয়ার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেনকে। গোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় তাঁকে। রাজ্যসভায় অশোভন আচরণ করার অভিযোগেই তৃণমূল কংগ্রেসের ৬ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছিলেন চেয়ারম্যান। বিজেপির অভিযোগ করেছে অধিবেশন চলতে দিতে চাইছেন না বিরোধী দলের নেতারা সেকারনেই নজিরবিহীনভাবে বিশৃঙ্খলা তৈরি করছেন তাঁরা।

English summary
Know what says Derek O'brien to Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X