For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"Heavyweight" না "Deadweight"? কংগ্রেস নেতার বিজেপি যোগে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ

হাতে আর মাত্র কয়েকটা দিন। উত্তরপ্রদেশের নির্বাচনকে ঘিরে ক্রমশ চড়ছে পারদ। ভোটের আগে সেখানে ক্রমশ বদলাচ্ছে সে রাজ্যের রাজনৈতিক ছবিটা। গত কয়েকদিন আগে লাগাতার বিজেপিতে ভাঙন ধরাচ্ছিলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ! এবার মা

  • |
Google Oneindia Bengali News

হাতে আর মাত্র কয়েকটা দিন। উত্তরপ্রদেশের নির্বাচনকে ঘিরে ক্রমশ চড়ছে পারদ। ভোটের আগে সেখানে ক্রমশ বদলাচ্ছে সে রাজ্যের রাজনৈতিক ছবিটা। গত কয়েকদিন আগে লাগাতার বিজেপিতে ভাঙন ধরাচ্ছিলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ! এবার মাঠে নেমে খেলা ঘোরাতে শুরু করলেন বিজেপি।

 কংগ্রেস নেতার বিজেপি যোগে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ

ভোটের আগে বড়সড় ভাঙন কংগ্রেসে। সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দল ছাড়লেন কংগ্রেস হেভিওয়েট এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরপিএন সিং (rpn singh)।

ভোটের মুখে আরপিএন সিংয়ের কংগ্রেসে থেকে ইস্তফা বড়সড় ঝটকা হিসাবেই দেখা হচ্ছে। আর এই দলবদলের পরেই কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সোশ্যাল মিডিয়াতে বিজেপিকে কটাক্ষ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের।

তিনি লিখেছেন, "Heavyweight" না "Deadweight"? এক দশকে যারা একটা আসনও জিততে পারেননি তারাই নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিচ্ছেন বলেও কটাক্ষ সাংসদের। উল্লেখ্য, আরপিএন সিংয়ের বিজেপিতে যোগদান অনেকেই হেভিওয়েট বলেই ব্যাখ্য করছেন।

আর সে বিষয়টিকে সামনে রেখেই এভাবে কংগ্রেস এবং বিজেপিকে কটাক্ষ ছুঁড়ে দেন মহুয়া মৈত্র। উল্লেখ্য, আরপিএন সিং কংগ্রেসের দীর্ঘদিনের নেতা। একটা সময়ে ঝাড়খন্ডের দায়িত্বে ছিলেন। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদল ঘটতে থাকে। সোনিয়া এবং রাহুল গান্ধীর থেকে অনেকটাই দূরে সরে যান প্রাক্তন এই কেন্দ্রীয় নেতা।

এমনকি সম্প্রতি কংগ্রেসের বিরোধী গোষ্ঠী জি-২৩ -তেও নাম লিখিয়েছিলেন তিনি। একাধিকবার সময়ে নেতৃত্বে বিরুদ্ধে আঙুল তুলতে দেখা গিয়েছে এই নেতাকে।

কিন্তু সম্প্রতি উত্তর প্রদেশের রাজনীতিতে বড়সড় একটা দায়িত্ব দেওয়া হয়েছিল আরপিএন সিংকে। প্রচারকে তালিকাতেও তাঁকে রাখা হয়েছিল। সম্প্রতি উত্তরপ্রদেশের দায়িত্বে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। একেবারে মাঠে প্পড়ে থেকে লড়াই করছেন তিনি। আর সেখানে দাঁড়িয়ে আরপিএন সিংয়ের মতো নেতার কংগ্রেস ত্যাগ বড়সড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে।

সনিয়া গান্ধীকে লেখা চিঠিতে আরপিএন সিং, প্রাথমিক সদস্যপদে ইস্তফার কথা জানিয়েছে। দলের হয়ে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সনিয়া গান্ধীকে ধন্যবাদও জানিয়েছেন আরপিএন সিং।

পাশাপাশি রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের কথাও বলেছেন। সূত্রের খবর অনুযায়ী তিনি শীঘ্রই বিজেপিতে যোগ দিতে চলেছে। তাঁকে বিজেপি সম্প্রতি গেরুয়া শিবির ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দেওয়া স্বামী প্রসাদ মৌর্যের বিরুদ্ধে দাঁড় করানো হতে পারে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যে বিজেপির দফতরে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী আরপিএন সিং (rpn singh)।

উল্লেখ্য উত্তরপ্রদেশের ভোটের আগেই সে রাজ্যে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সফরের আগেই কংগ্রেসের ভাঙন নিয়ে মুখ খুললেন তাঁর দলেরই সাংসদ।

English summary
TMC MP attacks BJP, claims who are joining BJP are Deadweight not Heavyweight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X