For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরসি নিয়ে তিন বছর আগেই সতর্ক করেছিল তৃণমূল, এতদিনে ভুল ভাঙল কেন্দ্রের

বর্তমানে যা অবস্থা তাতে অসমের জাতীয় নাগরিকপঞ্জি বাতিল করে নতুন করে তা তৈরি করতে চাইছে বিজেপি সরকার।

  • |
Google Oneindia Bengali News

বর্তমানে যা অবস্থা তাতে অসমের জাতীয় নাগরিকপঞ্জি বাতিল করে নতুন করে তা তৈরি করতে চাইছে বিজেপি সরকার। কেন্দ্রের কাছে এই দাবি জানিয়ে বারবার করে অনুরোধ করেছে অসমের বিজেপি সরকার। এই অবস্থায় সম্ভাবনা রয়েছে পুরনো এনআরসি তালিকা দূরে সরিয়ে রেখে নতুন করে ফের একবার এনআরসি হওয়ার। আর সে ক্ষেত্রে সম্পূর্ণ হয়ে থাকা অসমের এনআরসি তালিকা ভবিষ্যতে নিষ্প্রয়োজন হয়ে পড়বে।

নতুন করে নাগরিকপঞ্জি

নতুন করে নাগরিকপঞ্জি

অসমের ফের একবার নাগরিকপঞ্জি তৈরি করা হবে বলে সংসদে আভাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই বিষয়ে তৃণমূল কংগ্রেস কড়া ভাষায় আক্রমণ করেছে কেন্দ্র সরকারকে। স্পষ্ট জানিয়েছে, তিন বছর আগেই এই বিষয়টি নিয়ে কেন্দ্রকে তাঁরা সতর্ক করেছিল। কারণ যে বিল আনা হয়েছিল তা ভারতীয় নাগরিকদের বিরোধী।

আগে থেকেই বিরোধিতা তৃণমূলের

আগে থেকেই বিরোধিতা তৃণমূলের

তৃণমূল স্পষ্ট জানিয়েছে এই বিলের খামতি আগে থেকেই আন্দাজ করে বারবার করে সতর্ক করা হয়েছিল। যে বিষয়ে এখন ভুল ভেঙেছে কেন্দ্রের। নরেন্দ্র মোদী সরকারের নাগরিকত্ব সংশোধনী বিলের সংসদীয় কমিটির অন্যতম তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, তিন বছর আগেই কেন্দ্র সরকারকে এই মর্মে সতর্ক করা হয়েছিল।

দুই তৃণমূল নেতার বিরোধিতা

দুই তৃণমূল নেতার বিরোধিতা

গত জানুয়ারি মাসে নিজেদের আপত্তির কথা জানিয়ে তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ ডেরেক ও'ব্রায়েন ও সৌগত রায় চিঠি দেন। সেখানে তাঁরা স্পষ্ট করে বলেছিলেন, নাম বাদ যাওয়া ৪০ লক্ষ মানুষের মধ্যে ২৮ লক্ষ মানুষ বাঙালি হিন্দু, দশ লক্ষ বাঙালি মুসলমান ও দু লক্ষ মানুষ এমন রয়েছেন যারা হিন্দু হলেও অসম ও পশ্চিমবঙ্গের বাসিন্দা নন।

বাদ গিয়েছে বাঙালি হিন্দুদের নাম

বাদ গিয়েছে বাঙালি হিন্দুদের নাম

এবছরের অগাস্ট মাসে এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে মোট ১৯ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। যার মধ্যে ১২ থেকে ১৪ লক্ষ মানুষ বাঙালি হিন্দু। এছাড়া ৪ লক্ষ হিন্দু বিহার, ঝাড়খন্ড ও অন্যান্য রাজ্য থেকে অসমে গিয়ে থাকতে শুরু করেছে। এবং সেই তালিকায় সাড়ে তিন লক্ষ মুসলমান বাঙালির নামও রয়েছে।

তৃণমূলের কথা না শুনে ভুল করেছে কেন্দ্র

তৃণমূলের কথা না শুনে ভুল করেছে কেন্দ্র

বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, সারাদেশে এনআরসি চালু হবে। এবং অসমে তা নতুন করে করা হবে। এছাড়া বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেও এই এনআরসি বিষয়টি রয়েছে। এবং পশ্চিমবঙ্গে এনআরসি চালু করা নিয়ে বিজেপি প্রথম থেকেই কড়া অবস্থান গ্রহণ করেছে। যার বিরোধিতা করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, বাংলায় কোনও এনআরসি হবে না।

English summary
TMC has warned centre about Assam NRC which Modi govt wants to re correct
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X