For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল অবশেষে বন্ধু পেল গোয়া বিধানসভা নির্বাচনে, প্রাক-নির্বাচনী জোট ঘোষণা

তৃণমূল অবশেষে বন্ধু পেল গোয়া বিধানসভা নির্বাচনে, প্রাক-নির্বাচনী জোট ঘোষণা

Google Oneindia Bengali News

ত্রিপুরার পর গোয়া বিধানসভা নির্বাচনে পাখির চোখ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। সেই লক্ষ্যে কংগ্রেস ভেঙে তারা নতুন ইউনিট গড়ে তুলেছে। সংগঠন উত্তরোত্তর বাড়িয়ে তুলছে তৃণমূল। তৃণমূলের সংগঠনে যোগ দিয়েছেন সংস্কৃতি জগতের নক্ষত্র থেকে শুরু করে ক্রীড়া ব্যক্তিত্বও। এবার জোটসঙ্গীও পেয়ে গেল তারা।

তৃণমূলও নতুন জোটসঙ্গী খুঁজে নিল গোয়ায়

তৃণমূলও নতুন জোটসঙ্গী খুঁজে নিল গোয়ায়

গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে আগে জোট করতে উদ্যোগী হয়েছিল তৃণমূল। কিন্তু তৃণমূলকে নিরাশ করে গোয়া ফরওয়ার্ড পার্টি তথা জিএফপি জোট করে কংগ্রেসের সঙ্গে। তারপর জিএফপির এক বিধায়ক দল ছাড়েন। তিনি বিজেপিতে যোগ দেন। কংগ্রেস ও বিজেপি যখন নিজেদের ঘর গোছাতে ব্যস্ত, তখন পিছিয়ে রইল না তৃণমূল। তৃণমূলও নতুন জোটসঙ্গী খুঁজে নিল গোয়া বিধানসভা নির্বাচনে।

তৃণমূলের জোটসঙ্গী হিসেবে চলতে রাজি এমজিপি

তৃণমূলের জোটসঙ্গী হিসেবে চলতে রাজি এমজিপি

গোয়ার মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টি বা এমজিপি সোমবার ঘোষণা করেছে যে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর ফলে গোয়ায় যে এবার ত্রিমুখী নির্বাচন হতে চলেছে, তা সুস্পষ্ট হয়ে গেল। জিএফপি রাজি না হলেও তৃণমূলের জোটসঙ্গী হিসেবে একসঙ্গে চলতে রাজি হল এমজিপি।

তৃণমূলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত এমজিপি প্রধানের

তৃণমূলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত এমজিপি প্রধানের

এমজিপি সভাপতি দীপক ধাবলিকার সাংবাদিক বৈঠকে বলেন, তাঁদের দলের কেন্দ্রীয় কমিটি আগামী বছরের শুরুতে রাজ্য নির্বাচনের জন্য তৃণমূলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার গোয়া নির্বাচনে এই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বা নির্বাচনী মুখ কে হবেন, তার বিশদ বিবরণ ও নির্বাচনী পরিকল্পনা পরে জানানো হবে।

বিজেপিকে ছেড়ে তৃণমূলের সঙ্গে জোট এমজিপির

বিজেপিকে ছেড়ে তৃণমূলের সঙ্গে জোট এমজিপির

এমজিপি ২০১৭ সালের নির্বাচনে ৪০ সদস্যের গোয়া বিধানসভায় তিনটি আসন জিতেছিল। তাদের দু'জন বিধায়ক শাসকদল বিজেপিতে যোগ দেওয়ার পরে বর্তমানে শুধুমাত্র একজন বিধায়ক অবশিষ্ট রয়েছেন। তৃণমূল ইতিমধ্যেই গোয়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের বিশ্বাস এবার নির্বাচনে তারা ভালো ফল করবে।

তৃণমূলের সঙ্গে জোট করে বিজেপিকে জবাব

তৃণমূলের সঙ্গে জোট করে বিজেপিকে জবাব

ধাবলিকার বলেন, রাজ্যের মানুষকে সুশাসন দেওয়ার জন্য উভয় দল হাত মিলিয়েছে। তাঁর দাবি, "বিজেপির বিরুদ্ধে রাজ্যে একটা ঢেউ আছে। মানুষ পরিবর্তন চায় এবং আমরা সেই পরিবর্তনের জোয়ারে গোয়ায় সরকার গঠন করতে পারব।" তাঁর কথায়, একটি ধারণা তৈরি করা হচ্ছিল যে, এমজিপির কাছে বিজেপি ছাড়া অন্য কোনও বিকল্প নেই। তাই তৃণমূলের সঙ্গে জোট করে আমরা সেই ধারণা ভেঙে দিলাম।"

গোয়ার মানুষের কাছে বিকল্প দেওয়ার ভাবনা

গোয়ার মানুষের কাছে বিকল্প দেওয়ার ভাবনা

তিনি আরও বলেন, "আমরা সবসময়ই বিজেপির সমালোচনা করে এসেছি। আম আদমি পার্টি, কংগ্রেস এবং তৃণমূলের মতো অন্য সব দলের সঙ্গে আমরা আলোচনা করেছি। অবশেষে আমরা তৃণমূলকে বেছে নিয়েছি জোট সঙ্গী হিসেবে। গোয়ার মানুষের কাছে আমরা একটা বিকল্প দেওয়া চেষ্টা করছি। নতুন এই বিকল্পের হাতে গোয়ার মানুষ ভালো থাকবেন।

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে প্রাক-নির্বাচন জোট

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে প্রাক-নির্বাচন জোট

এমজিপি প্রধানের দাবি, রাজ্যের ৬০ শতাংশ মানুষ এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কাকে ভোট দেবেন। তাই তাঁদের সমনে এই বিকল্প তুলে ধরা হয়েছে। তিনি বলেন, এমজিপি নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে প্রাক-নির্বাচন জোটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কংগ্রেস ভেঙে বিজেপি গোয়ায় বৃহত্তম শক্তিতে পরিণত

কংগ্রেস ভেঙে বিজেপি গোয়ায় বৃহত্তম শক্তিতে পরিণত

২০১৭ সালের গোয়া বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৪০ সদস্যের বিধানসভায় ১৭টি আসন জিতে একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছিল। কিন্তু বিজেপি সেই সময়ে সরকার গঠনের জন্য কিছু আঞ্চলিক দল এবং নির্দল বিধায়কদের সঙ্গে জোট গঠন করেছিল। তারপর কংগ্রেস ভেঙে বিজেপি এখানে বৃহত্তম শক্তিতে পরিণত হয়। বর্তমানে রাজ্যে মাত্র চারজন কংগ্রেস বিধায়ক রয়েছেন।

গোয়ার মানুষ ঠিক বিকল্প বেছে নেবেন, আশা

গোয়ার মানুষ ঠিক বিকল্প বেছে নেবেন, আশা

কংগ্রেস ভাঙতে ভাঙতে ১৭ থেকে নেমে ৪-এ পৌঁছেছে। প্রথমে বিজেপি তারপর তৃণমূল গোয়ায় পা দিয়ে কংগ্রেসকে ভাঙতে শুরু করেছে। তই এবারের নির্বাচন কংগ্রেস কতটা লড়াইয়ে থাকতে পারবে, তা নিয়ে শঙ্কা থেকেই যায়। তারপর তৃণমূলও নতুন সংগঠন গড়ে ফায়দা তুলতে পারবে কি না সংশয়। পরিস্থিতি এমন দিকেই চলে গিয়েছে যে গোয়ায় ত্রিমুখী লড়াইয়ে বিরোধী ভোট কাটাকাটিতে না বিজেপিই বেরিয়ে যায়। তবে বিরোধীরা মনে করছেন, বিজেপির প্রতি গোয়ার মানুষ তিতিবিরক্ত। গোয়ার মানুষ ঠিক বিকল্প বেছে নেবেন।

English summary
TMC gets ally as Maharashtrawadi Gomantak Party in Goa before assembly election 2022 and announces pre-poll alliance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X