For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি কু-কথার মহাভারত রচনা করছে, পুরুলিয়ায় কৈলাশের ‘মুরগা’-কটাক্ষে এফআইআর

বিজেপি নেতারা কু-কথার মহাভারত তৈরি করেই চলেছেন। বিজেপি রাজ্য সভাপতি থেকে বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়- কেউই কুকথার বাণ ছাড়তে ভুলছেন না।

Google Oneindia Bengali News

বিজেপি নেতারা কু-কথার মহাভারত তৈরি করেই চলেছেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়- কেউই কুকথার বাণ ছাড়তে ভুলছেন না। পুরুলিয়ায় বিজেপির এক পথ সভা থেকে পুলিশের প্রতি কুরুচিকর মন্তব্য করেছিলেন কৈলাশ। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হল থানায়।

পুলিশ আধিকারিকদের মুরগা বানানো হবে

পুলিশ আধিকারিকদের মুরগা বানানো হবে

পুরুলিয়ার ঝালদায় বিরসা মোড়ে বিজেপির পথসভা থেকে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় বলেছিলেন বিজেপি ক্ষমতায় এলে কিছু পুলিশ আধিকারিককে মুরগা বানানো হবে। সেই ঘটনার ১৬ দিনের মাথায় ঝালদা থানায় অভিযোগ দায়ের হল কৈলাশ বিজয়বর্গীয়র নামে।

কৈলাশের বিরুদ্ধে এফআইআর

কৈলাশের বিরুদ্ধে এফআইআর

ঝালদা থানায় কৈলাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা অলোক চট্টোপাধ্যায়। অভিযোগ, বিজেপি অনুমতি ছাড়াই অভিনন্দ যাত্রা করেছিল। পুলিশ বাধা দিলে খণ্ডযুদ্ধ বাধে বিজেপি কর্মীদের সঙ্গে। পুলিশ লাঠিচার্জ করে বিজেপি কর্মীদের উপর। বিজেপি কর্মীরাও পাল্টা দেয়। ঝালদা থানার আধিকারিকের মাথা ফাটে।

পুলিশকে নিশানা করে কু-কথার বান

পুলিশকে নিশানা করে কু-কথার বান

পুলিশ পুরুলিয়ার বিজেপি সাংসদ ও বিজেপির জেলা সভাপতি-সহ ৩০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। গ্রেফতার গন অনেকেই। এই ঘটনাতেই কৈলাশ বিজয়বর্গীয় ক্ষোভে ফেটে পড়েন। তিনি পুলিশকে নিশানা করে কু-কথার বান ছাড়েন। তিনি বলেন, যাঁরা বিজেপি কর্মীদের উপর নির্যাতন চলবে আর আমরা চুড়ি পরে বসে থাকব, তা হবে না। ক্ষমতায় এলে মুরগা বানানো হবে।

বিজয়বর্গীয়র বিরুদ্ধে এফআইআর তৃণমূলের

বিজয়বর্গীয়র বিরুদ্ধে এফআইআর তৃণমূলের

এরপরই তৃণমূল নেতা অলোক চট্টোপাধ্যায় বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র বিরুদ্ধে এফআইআর করেন। তিনি বলেন, বিজেপি নেতার মুখে এই ধরনের কুরুচিকর মন্তব্য আমাকে খুবই মর্মাহত করেছে। আমার মনে হয়েছে, এই রকম মন্তব্য সমাজে অস্থিরতা তৈরি করবে। শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হবে। আমার মনে হয় এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

English summary
TMC files FIR against BJP observer Kailash Vijayavargiya. Kailash Vijayavargiya attacks police with bad speech.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X