For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'লক্ষ্মীর ভাণ্ডারে'র ধাঁচে এবার গৃহলক্ষ্মী কার্ডের প্রতিশ্রুতি! মমতার রাজ্য সফর শুরুর আগে বড় ঘোষণা তৃণমূলের

দুদিন পরেই সাম্প্রতিক সময়ে দ্বিতীয়বারের জন্য গোয়ায় (Goa) যাচ্ছেন তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আগেরবারের সফরে তিনি পশ্চিমবঙ্গে চালু প্রকল

  • |
Google Oneindia Bengali News

দুদিন পরেই সাম্প্রতিক সময়ে দ্বিতীয়বারের জন্য গোয়ায় (Goa) যাচ্ছেন তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আগেরবারের সফরে তিনি পশ্চিমবঙ্গে চালু প্রকল্পগুলির কথা তুলে ধরেছিলেন। এবার তাঁর সফরের আগে তৃণমূলের তরফে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের (Laxmi's Bhandar) মতোই গৃহলক্ষ্মী কার্ডের (Griha Laxmi Card) প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

৩.৫ লক্ষ পরিবারকে সাহায্যের প্রতিশ্রুতি

তৃণমূলের তরফে জানানো হয়েছে, ক্ষমতায় আসলে তারা গোয়ার ৩.৫ পরিবারকে মাসে ৫ হাজার টাকা করে দিতে চায়। এই টাকা সরাসরি পরিবারগুলির অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। ৫ হাজার টাকা করে ১২ মাসে মোট ৬০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। নিশ্চিত মাসিক আয় প্রকল্পে সহায়তা হিসেবেই এই টাকা দেওয়া হবে।

রাজ্য বাজেটের ৬ থেকে ৮% খরচ

রাজ্য বাজেটের ৬ থেকে ৮% খরচ

তৃণমূলের তরফে জানানো হয়েছে, গোয়ার ৩.৫ লক্ষ পরিবারকে মাসে ৫ হাজার করে বছরে ৬০ হাজার টাকা দিতে রাজ্য বাজেটের ৬ থেকে ৮% খরচ হবে। এর পরিমাণ সব মিলিয়ে ১৫০০ থেকে ২ হাজার কোটি টাকার মতো হবে বলেও জানিয়েছে তারা।

পশ্চিমবঙ্গে চলছে লক্ষ্মীর ভাণ্ডার

পশ্চিমবঙ্গে চলছে লক্ষ্মীর ভাণ্ডার

২০২১-এ বাংলার বিধানসভা নির্বাচনের ইস্তেহারে তৃণমূলের তরফে লক্ষ্মীর ভাণ্ডার চালুর কথা বলা হয়েছিল। সেখানে বলা হয়েছিল ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের হাত খরচ হিসেবে এই টাকা দেওয়া হবে। সাধারণ পরিবারের মহিলারা মাসে ৫০০ টাকা করে এবং তফশিল ভুক্ত পরিবারের মহিলারা মাসে ১০০০ টাকা করে পাবেন। গত সেপ্টেম্বরে দুয়ারে সরকার কর্মসূচিতে নাম নথি ভুক্তির পরে এই টাকা দেওয়া শুরু হয়েছে। তবে এই প্রকল্পে পশ্চিমবঙ্গে সরকারের খরচ বছরে ১৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে রাজ্যের কোষাগার থেকে মাসে খরচ দাঁড়াতে পারে ১৩০০ থেকে ১৪০০ কোটি টাকার মতো। প্রাথমিকভাবে সরকারের লক্ষ্য মাত্রা রয়েছে দু কোটি মহিলার কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার। পরে এই সংখ্যা আরও বাড়বে বলে ইতিমধ্যেই ইঙ্গিত মিলেছে।

ফের গোয়া সফরে যাচ্ছেন মমতা

ফের গোয়া সফরে যাচ্ছেন মমতা

এদিন অক্টোবরের শেষে গোয়া সফরের পরে ফের ১৩ ডিসেম্বর গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সঙ্গী হচ্ছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস। যার জেরে পুরসভা নির্বাচনের মুখেই এই গোয়া সফর মমতা-অভিষেকের। ইতিমধ্যেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইডিনো ফেলেইরো তৃণমূলে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ হয়েছেন। অন্যদিকে প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ তৃণমূলের যোগ দেওয়ার পরে প্রচার শুরু করেছেন। ভোটের মাত্র মাস দুয়েক আগে পরিস্থিতি যাচাই করতেই এই সফর বলেই তৃণমূল সূত্রে খবর।

KMC Election 2021: শেষ পর্যায়ে তৃণমূলের প্রচার ঝড়! এক ঝাঁক টেলিতারকাকে নামাতে কৌশল তৈরি অভিষেকের অফিসেKMC Election 2021: শেষ পর্যায়ে তৃণমূলের প্রচার ঝড়! এক ঝাঁক টেলিতারকাকে নামাতে কৌশল তৈরি অভিষেকের অফিসে

English summary
Before Mamata Banerjee's second time visit in Goa TMC announces to give Griha Laxmi Card in Goa if they come to power in assembly election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X