For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিশন শক্তি! বিজ্ঞানীদের কৃতিত্বে অপপ্রচার, বললেন মমতা, সঙ্গী সিপিআইও

দেশের কাছে আজকের দিনটি বড়। মহাকাশ গবেষণায় এই প্রথমবার ভারত অ্যান্টি স্যাটেলাইট মিসাইল ব্যবহার করল। এদিন দেশবাসীর কাছে ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

দেশের কাছে আজকের দিনটি বড়। মহাকাশ গবেষণায় এই প্রথমবার ভারত অ্যান্টি স্যাটেলাইট মিসাইল ব্যবহার করল। এদিন দেশবাসীর কাছে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানান, ভারত মহাকাশের শক্তিতে হল চতুর্থ। ভোটের মুখে প্রধানমন্ত্রীর এই ঘোষণায় মোদীর কোনও কৃতিত্ব দেখছে তৃণমূল। একই মত সিপিআই-এরও।

মিশন শক্তি! মোদীর কোনও কৃতিত্ব নেই, একসুর তৃণমূল, সিপিআই-এর

মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে নাটক বলেই অভিহিত করেছেন। বিষয়টি নিয়ে মোদী রাজনৈতিক সুবিধা লাভ করতে চাইছেন বলেও অভিযোগ করেছেন তিনি। এই ঘোষণাকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

তৃণমূল এবং সিপিআই-এর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের মুখে একটা নন ইস্যুকে ইস্যু করতে চান। কাজে না লাগা উপগ্রহকে মাঝে মধ্যেই ধ্বংস করা হয়। বলেছেন তৃণমূল নেতা, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তবে মহাকাশের শক্তিতে ভারতে যে কৃতিত্ব অর্জন করেছে, তার জন্য তিনি বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। ভোটের বাক্সে এর কোনও প্রতিফলন হবে না বলেও মত প্রকাশ করেছেন তিনি। একই মত সিপিআই নেতা ডি রাজা।

[আরও পড়ুন: 'মিশন শক্তি' মহাকাশে ৩ মিনিটেই সফল ! জাতীর উদ্দেশে গুরুত্বপূর্ণ ঘোষণা মোদীর][আরও পড়ুন: 'মিশন শক্তি' মহাকাশে ৩ মিনিটেই সফল ! জাতীর উদ্দেশে গুরুত্বপূর্ণ ঘোষণা মোদীর]

[আরও পড়ুন: মধ্যরাতের নাটক! বিজেপির শক্তি বাড়ল গোয়ায় ][আরও পড়ুন: মধ্যরাতের নাটক! বিজেপির শক্তি বাড়ল গোয়ায় ]

English summary
TMC and CPI reax on Mission Shakti
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X