For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেয়েদের ছেঁড়া জিনস পরা নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষমা চাইলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী!

Google Oneindia Bengali News

মেয়েদের ছেঁড়া জিনস পরা নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতের মন্তব্যে দেশজুড়ে তরজা শুরু হয়েছে৷ ওই মন্তব্যের নিন্দা করে গর্জে ওঠে নেটিজেনরা৷ এরপরই 'হ্যাশট্যাগ রিপড জিনস' লিখে একের পর এক পোস্ট হতে শুরু করে সোশাল মিডিয়ায়। চাপে পরে অবশেষে আজ ক্ষমা চান মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতে।

মেয়েদের ছেঁড়া জিনস পরা নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষমা চাইলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী!

আজ সকাল অবধিও নিজের বক্তব্য অনড় ছিলেন রাওয়াত। কিন্তু আজ বিকেলের দিকে, সকলের উদ্দেশ্য ক্ষমা চেয়ে নিয়ে তিনি বলেন, 'যারা আমার কথায় আহত হয়েছে তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। তিনি আরও বলেন, 'ছেঁড়া জিনস যাঁরা পড়েন তাদের নিয়ে আমার কোনও আপত্তি নেই।'

ঠিক কী ঘটেছিল? মঙ্গলবার একটি কর্মিসভায় এক মহিলার সঙ্গে তাঁর কথোপকথন তুলে ধরেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী৷ ওই মহিলা নাকি তাঁর দুই সন্তানকে নিয়ে বিমানে সফর করছিলেন৷ রাওয়াত বলেন, 'তিনি আমার পাশে বসেছিলেন, তাই তাঁর সঙ্গে কথা বলি৷'

রাওয়াত আরও বলেন, 'তিনি গাম্বুট পরেছিলেন, আর তাঁর জিনসটা হাঁটুর কাছে ছেঁড়া ছিল৷ তিনি একটি এনজিও চালান৷ তাঁর জিনস হাঁটুর কাছে ছেঁড়া৷ তাই নিয়েই তিনি বাচ্চাদের সঙ্গে করে সমাজে ঘুরে বেড়াচ্ছেন৷ ছেলেমেয়েদের কী মূল্যবোধ তিনি শেখাবেন?' এই বক্তব্যকে ঘিরেই ক্ষোভ উগরে দেয় নেটিজেনরা।

এই ঘটনার প্রতিবাদে সবার প্রথম টুইট করেন নব্যা নভেলি নন্দা। এর পরই ঘটনার প্রতিবাদে একের পর এক সোশাল মিডিয়ায় পোষ্ট হতে শুরু করে। থেমে থাকেনি রাজনৈতিক নেতৃত্বও৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ির খাকি শর্টস পরা ছবি পোস্ট করে পাল্টা কটাক্ষ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ রাওয়াতের মন্তব্যের তীব্র সমালোচনা করেন সমাজবাদী পার্টি সাংসদ জয় বচ্চন ও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷

English summary
Tirath Singh Rawat apologised for his comment about Women wearing ripped jeans
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X