For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির জোটসঙ্গীকে ‘সমঝোতা’র প্রস্তাব, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে বদলাচ্ছে সমীকরণ

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। বিজেপির জোটসঙ্গীকে বিরাট প্রস্তাব দিয়েছে কংগ্রেস ভেঙে গজিয়ে ওঠা টিপ্রামোথা।

Google Oneindia Bengali News

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। বিজেপির জোটসঙ্গীকে বিরাট প্রস্তাব দিয়েছে কংগ্রেস ভেঙে গজিয়ে ওঠা টিপ্রামোথা। টিপ্রামোথা সুপ্রিমো মহারাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মার সঙ্গে আইপিএফটির কার্যনির্বাহী সভাপতি প্রেম কুমার রিয়াংয়ের বৈঠকের পর থেকেই জল্পনা শুরু হয়েছে।

ত্রিপুরার নির্বাচনের দিনক্ষণ খুব শীঘ্রই ঘোষণা হয়ে যাবে। প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের মতো করে প্রচার শুরু করে দিয়েছে। জোটসঙ্গীরা আলাপ আলোচনা শুরু করেছে। এরই মধ্যে বাম ও কংগ্রেস একসঙ্গে পখ চলার ব্যাপারে ঐকমত্য হয়েছে। এবার টিপ্রামোথা ও আইপিএফটি কাছাকাছি আসতে চলেছে বলে জল্পনা।

আইপিএফটির সঙ্গে বিজেপির সম্পর্ক তলানিতে

আইপিএফটির সঙ্গে বিজেপির সম্পর্ক তলানিতে

বিজেপির জোটসঙ্গী আইপিএফটি। গতবার এই আইপিএফটির সঙ্গে জোট করেই বিজেপি ত্রিপুরার ক্ষমতা দখল করেছিল। মাঝে আইপিএফটির সঙ্গে বিজেপির সম্পর্ক তলানিতে চলে গেলেও পরে আবার তারা একইসঙ্গে ত্রিপুরার সরকার চালিয়েছে। কিন্তু সম্প্রতি প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মার সঙ্গে আইপিএফটির প্রেম কুমারের বৈঠকে বিজেপিকে ভাবিয়ে তুলেছে।

ত্রিপুরার জনজাতি মহলে জনপ্রিয় প্রদ্যোৎ

ত্রিপুরার জনজাতি মহলে জনপ্রিয় প্রদ্যোৎ

কংগ্রেস ছেড়ে টিপ্রামোথা গড়ে তুলেছিলেন প্রদ্যোৎকিশোর। রাজপরিবার থেকে উঠে আসা এই নেতা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। তারপর টিপ্রামোথা গড়ে তিন এখন ত্রিপুরার জনজাতি মহলে জনপ্রিয় নাম। ত্রিপুরার আদিবাসী ভোটে এই মুহূর্তে তারই আধিপত্য।

আইপিএফটিকে প্রস্তাব টিপ্রা প্রধানের

আইপিএফটিকে প্রস্তাব টিপ্রা প্রধানের

সেই প্রদ্যোৎকিশোর দেববর্মা এখন আইপিএফটিকে প্রস্তাব দিয়েছেন তাঁদের দল নিয়ে টিপ্রামোথায় মিশে যেতে। এতদিন আইপিএফটিই নিয়ন্ত্রণ করত ত্রিপুরার আদিবাসী ভোট। এবার সেখানে প্রদ্যোৎকিশোর দেববর্মার আধিপত্য। তিনি আইপিএফটির প্রেমকুমার রিয়াংকে তাঁর দলে মিশে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।

বিজেপির সঙ্গ ত্যাগের হিড়িক ত্রিপুরায়

বিজেপির সঙ্গ ত্যাগের হিড়িক ত্রিপুরায়

সম্প্রতি ত্রিপুরার বিজেপি জোট ছেড়ে একাধিক নেতা ও বিধায়করা অন্য নাম লেখাচ্ছেন। গত মাসের শেষে আইপিএফটির বিধায়ক মেবার কুমার জমাতিয়ারের নাম জড়ায় এক কেলেঙ্কারিতে। তার জেরে পুলিশে জেরার মুখে পড়তে হয় তাঁকে। তারপর তিনি বিজেপির সঙ্গ ত্যাগ করেন।

৫ বিধায়ক বিজেপির জোট ছেড়েছেন

৫ বিধায়ক বিজেপির জোট ছেড়েছেন

মেবার কুমারকে নিয়ে মোট ৫ জন বিধায়ক বিজেপির জোট ছেড়েছেন। বিজেপি ছেড়ে সুদীপ রায় বর্মন ও আশিস সাহা যোগ দেন কংগ্রেসে। বিজেপি ছেড়ে আশিস দাস যোগ দিয়েছিলেন তৃণমূলে। পরে তিনি তৃণমূল ছেড়ে দেন। আবার আইপিএফটি ছেড়ে বৃষকেতু ও বুর্বমোহন যোগ দেন টিপ্রামোথায়।

রাজনৈতিক সমীকরণের পরিবর্তন ত্রিপুরায়

রাজনৈতিক সমীকরণের পরিবর্তন ত্রিপুরায়

এই দলবদলের ফলে বিজেপি দাবি করে তাঁদের দলে এর কোনও প্রভাব পড়েনি। কিন্তু বিজেপি বা বিজেপি-জোট ছেড়ে একের পর এক বিধায়কের চলে যাওয়া এবং তাঁদের অভিমুখ বিরোধী কংগ্রেস ও টিপ্রামোথা হওয়ায় তা রাজনৈতিক সমীকরণের পরিবর্তন ঘটাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দ্রুত জমি হারাতে থাকে আইপিএফটি

দ্রুত জমি হারাতে থাকে আইপিএফটি

বাম আমলে ত্রিপুরার উপজাতি স্বশাসিত পরিষদ ছিল সিপিএমের শাখা উপজাতি গণমুক্তি পরিষদের নিয়ন্ত্রণে। ২০১৮-র বিধানসভায় ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটে। ২০১৮-য় আইপিএফটি উপজাতি অধ্যুষিত এলাকায় বিপুল ভোটে জয়ী হয়। কিন্তু তারা দ্রুত জমি হারাতে থাকে।

আইপিএফটি যদি ট্রিপ্রামোথায় মিশে যায়

আইপিএফটি যদি ট্রিপ্রামোথায় মিশে যায়

এখন উপজাতি মহলে মহারাজ দল টিপ্রামোথার আধিপত্য। স্বশাসিত পর্ষদের ভোটেও টিপ্রামোথা ব্যাপক ফল করেছে। এই পরিস্থিতিতে আইপিএফটি অস্তিস্ব বাঁচাতে যদি ট্রিপ্রামোথায় মিশে যায়, তাতে বিস্ময়ের কিছু নেই। এর ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিরাট প্রভাব পড়তে বাধ্য।

English summary
TIPRA proposes to merge BJP’s ally IPFT before Assembly Election of Tripura.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X