'আমাকে এনকাউন্টারে মারার ছক হচ্ছে ', ১২ ঘণ্টা নিখোঁজের পর আরও কিছু বিস্ফোরক দাবি তোগাড়িয়ার
তাঁর নিখোঁজ হওয়ার খবরে তোলপাড় পড়ে যায়। এরপর ,আমেদাবাদ বিমাবন্দরের কাছে এক এলাকায় থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়াকে। এরপর তাঁকে এলাকা সংলগ্ন এক হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই জয়পুরে সাংবাদিক সম্মেলন করেন তোগাড়িয়া। সেখানে বিস্ফোরক দাবি তুলে তিনি জানান তাঁকে এনকাউন্টার করে খুন করার ছক কষা হচ্ছে।

[আরও পড়ুন:শিল্প ও কৃষি দুই বোনের মতো বাড়বে বাংলায়, বাণিজ্য সম্মেলনে বার্তা মমতার]
এদিন সাংবাদিকদের সামনে চোখে জল নিয়ে বেশ বিধ্বস্ত দেখায় বিশ্ব হিন্দু পরিষদের এই দুঁদে নেতাকে। তিনি সাংবাদিকদের জানান, তিনি তাঁর দফতরে থাকাকালীন জানতে পারেন যে তাঁকে এনকাউন্টার করে মারার ছক কষা হচ্ছে। আর তা এড়াতেই তিনি পালিয়ে যান। তিনি আরও বলেন, একযুগ আগের এক মামলায় তাঁকে নিশানা করা হচ্ছে। এজন্য রাজস্থান পুলিশ তাঁর কাছে গ্রেফতারির জন্য যায় বলেও দাবি করা হয়। এদিকে, কে বা কারা তাঁকে নিশানা করছেন, সে প্রশ্ন করা হলে তোগাড়িয়া জানান উপযুক্ত সময়ে প্রমাণ সহ তিনি এই নামগুলি ঘোষণা করবেন।
#WATCH Ahmedabad: VHP leader #PravinTogadia broke down while addressing media earlier today, said 'attempts being made to muzzle my voice' pic.twitter.com/xTu2RikaOv
— ANI (@ANI) January 16, 2018
[আরও পড়ুন:শিল্পে বাংলা হবে সেরার সেরা, দেশকে পথ দেখাবেন তাঁরাই, দরজা ঘোষণা মমতার ]
তিনি জানান, তাঁর কণ্ঠ রোধের চেষ্টা করা হচ্ছে। এর আগে, রামমন্দির, গোহত্যা, কৃষকদের সমস্যা জনিত বহু বিষয়ে তিনি মুখ খোলায় তাঁর কণ্ঠ রোধের চেষ্টা হচ্ছে বলে দাবি করেন তোগাড়িয়া। এদিকে, প্রবীণ তোগাড়িয়ার শারীরিক অবস্থা আপাতত সুস্থ স্বাভাবিক বলে জানিয়েছেন চিকিৎসকরা। যদিও প্রবীণ তোগাড়িয়া জানিয়েছেন তিনি যতক্ষণ নিজে সুস্থ বোধ করছেন ,ততক্ষণ তিনি হাসপাতাল ছেড়ে যাবেন না।
প্রসঙ্গত, সোমবার রাতে বিশ্বহিন্দু পরিষদের সদর দফতরে যায় রাজস্থান পুলিশ। উদ্দেশ্যে ছিল প্রবীণ তোগাড়িয়াকে একটি পুরনো মামলায় গ্রেফতার করা। তারপরই সেখান থেকে নিখোঁজ হয়ে যান তোগাড়িয়া। যদিও সাংবাদিকদের তিনি জানিয়েছে, জয়পুর গিয়ে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। এদিকে, প্রবীণ তোগাড়িয়ার গ্রেফতারির প্রতিবাদে আমেদাবাদ , রাজকোট , ভূজ সহ একাধিক জায়গায় প্রতিবাদে সামিল হন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা।
[আরও পড়ুন:'ওয়েস্ট বেঙ্গল' হবে 'বেস্ট বেঙ্গল'! দিদির প্রশংসায় পঞ্চমুখ আম্বানি-মিত্তালরা]