For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০ এপ্রিল নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর! লকডাউন নিয়ে কোন 'বিশেষ' নজরদারির বার্তা

  • |
Google Oneindia Bengali News

শুধুমাত্র ৩ মে পর্যন্ত লকডাউনের ঘোষণাই এদিন করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে,লকডাউনে ২০ এপ্রিল পর্যন্ত দেশ জুড়ে পরিস্থিতি নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি। কীভাবে বাড়তি দিনের লকডাউন পালিত হবে,তা নিয়ে একাধিক বক্তব্য রেখেছেন মোদী।

২০ এপ্রিল নিয়ে ঘোষণা

২০ এপ্রিল নিয়ে ঘোষণা

মোদী জানান, ২০ এপ্রিল পর্যন্ত গোটা দেশে নজরদারি চালাবে সরকার। সমস্ত রাজ্য, জেলা, লোকালয়ে কীভাবে লকডাউন কঠোরভাবে পালিত হচ্ছে তা দেখবে কেন্দ্র। কতটা কঠোরভাবে এলাকাবাসী লকডাউন পালন করছে তা নিয়ে নজরদারি চলবে। বলে জানান মোদী।

 ২০ এপ্রিল ও ছাড়ের ঘোষণা

২০ এপ্রিল ও ছাড়ের ঘোষণা

মোদী জানান, যে এলাকাগুলিতে করোনার প্রকোপ কম থাকবে, সেখানে ২০ এপ্রিলের পর থেকে গতিবিধি শিথিল হবে। কিছুক্ষেত্রে ছাড় দেওয়া হবে। তবে সেখানে আবার কিছু আক্রান্ত পাওয়া গেলে সঙ্গে সঙ্গে নিয়ম কড়া করে দেবে হবে। এবং ঘর থেকে বেরোনোর নিয়ম আরও কঠোর হবে।

কীভাবে পালিত হবে লকডাউন?

কীভাবে পালিত হবে লকডাউন?

লকডাউন গোটা দেশে কীভাবে পালিত হবে, তা নিয়ে বেশ কিছু গাইডলাইনের বার্তা দিয়েছেন মোদী। তিনি জানান, বুধবার সরকারের তরফে এই বিষয়ে বিস্তারিত গাইডলাইন জানিয়ে দেওয়া হবে। দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য কিছু ব্যবস্থার কথা জানিয়ে দেওয়া হবে।

 'চাকরি থেকে ছাঁটাই করা যাবে না'

'চাকরি থেকে ছাঁটাই করা যাবে না'

মোদী এদিন সাফ বার্তায় বলেন, করোনার জেরে লকডাউনে অর্থনীতিতে প্রভাব পড়লেও, তা মানুষের জীবনের দামের থেকে বেশি নয়। এরপর তিনি ৭ টি বড় বার্তা দেন। এছাড়াও তিনি বলেন, করোনার উদ্বেগজনক পরিস্থিতিতে চাকরি থেকে কাউকে ছাঁটাই করা যাবে না। গরিবের দেখভাল করা এই সময় জরুরি।

৭ টি বার্তা মোদীর

৭ টি বার্তা মোদীর

  • নিজের বাড়ির বয়স্কদের বিশেষ নজর রাখুন।
    লকডাউন ও সোশ্যাল ডিসট্যান্সিংয়ের পালন করুন।
  • ঘরে তৈরি ফেস মাস্কের ব্যবহার করুন।
    নিজের ইমিউনিটি বাড়ানোর যে পরামর্শ আয়ুষ মন্ত্রক দিয়েছে তা পালন করুন।

  • আরোগ্য সেতু মোবাইল অ্যাপ অবশ্যই ডাউনলোড করুন।
  • যতটা সম্ভব গরিব পরিবারের দেখভাল করুন।
  • আপনার ব্যবসায় জড়িত লোকেদের কাউকে কাজ থেকে বের করে দেবেন না।
  • করোনার বিরুদ্ধে লড়াই করা পুলিশ, চিকিতসক, নার্স সকলকে সম্মান করুন।

English summary
Till 20th April, all districts, localities, states will be closely monitored says Modi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X