For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে ফিরতে চলেছে টিকটক?‌ নতুন এই অ্যাপ নিয়ে সতর্কতা জারি সাইবার সেলের

ভারতে ফিরতে চলেছে টিকটক?‌ নতুন এই অ্যাপ নিয়ে সতর্কতা জারি সাইবার সেলের

Google Oneindia Bengali News

লাদাখে চিন–ভারতের সংঘর্ষের কারণে ভারতের পক্ষ থেকে চিনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যার মধ্যে জনপ্রিয় অ্যাপটি হল টিকটক। তবে বেশ কিছুদিন ধরে নতুন এক ভুয়ো ক্ষতিকারক মেসেজ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, তা হল টিকটিক প্রো নাম নিয়ে আবার ফিরতে চলেছে টিকটক। প্রতারকরা ইতিমধ্যেই টিকটক প্রো নামের ওই অ্যাপের লিঙ্ক হোয়াটস অ্যাপ ও এসএমএসে পাঠিয়ে তা ডাউনলোড করার জন্য বলছে। যদিও জানা গিয়েছে যে এটি একটি ক্ষতিকারক লিঙ্ক,যেটাতে ব্যবহারকারী ক্লিক করলেই তাঁর ডিভাইসের সমস্ত তথ্য চুরি যেতে পারে।

অনেকে ডাউনলোডও করেছেন এই অ্যাপ

অনেকে ডাউনলোডও করেছেন এই অ্যাপ

এই অ্যাপের বিষয়ে সতর্কতা জানিয়েছে মহারাষ্ট্রের সাইবার সেল। সাইবার সেলের মতে, এই ভুয়ো অ্যাপের মাধ্যমে স্পাইওয়্যারের মতো ফাইল ব্যবহারকারীর ফোনে ছড়িয়ে পড়ে। অনেকেই এই টিকটক প্রো আসলে কি কাজ করে সে বিষয়ে অবগত নন, সেখানে টুইটার ব্যবহারকারীরা জানিয়েছেন যে অ্যাপটি সম্পূর্ণরূপে কোনও কাজের ছিল না। এছাড়াও যারা এই টিকটক প্রো ডাউনলোড করেছেন তাঁরা টুইটারে জানিয়েছেন যে এই অ্যাপ ব্যবহারকারীর কাছে ফোন ক্যামেরা ও মাইক্রোফোনের জন্য অনুমতি চায় কিন্তু পরে তার কোনওটাই ব্যবহার করা যায় না। এই সব আভাস থেকেই বোঝা যাচ্ছে যে এই দুর্নীতির খুব পরিচিত এক কৌশল, যা সাইবার অপরাধের স্বল্পতম পরিশ্রুত এবং সর্বাধিক সাধারণ রূপ।

 ফোনে থাকা সব তথ্য চুরি করে নেবে এই অ্যাপ

ফোনে থাকা সব তথ্য চুরি করে নেবে এই অ্যাপ

টিকটক প্রো তৈরির পেছনে প্রস্তুতকারকদের উদ্দেশ্য যে ভালো নয়, তা বোঝাই যাচ্ছে, কারণ এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে না এবং তৃতীয় পার্টির মাধ্যমে এপিকে ফাইলে পাঠানো হচ্ছে, যা এই বিশ্বাসযোগ্য নাও হতে পারে। যে ব্যবহারকারীরা তাদের ফোনে টিকটক প্রো অ্যাপ্ল ডাউনলোড করেছেন তারাও অভিযোগ করেছেন যে অ্যাপটি খোলার সঙ্গে সঙ্গে এটি তাদের সমস্ত ফোনে যোগাযোগের জন্য এপিএকে ডাউনলোড লিঙ্কের সঙ্গে একটি মেসেজ ফরোয়ার্ড করেছে। এটা ব্যবহারকারীর ফোনে আড়ি পাতার জন্য বা চরবৃত্তি করার জন্য তৈরি করা হয়েছে বলে জানানো হয়।

 মহারাষ্ট্র ও তেলঙ্গানা পুলিশের সতর্কবার্তা

মহারাষ্ট্র ও তেলঙ্গানা পুলিশের সতর্কবার্তা

মহারাষ্ট্র সাইবার সেল ও তেলঙ্গানা পুলিশের পক্ষ থেকে টুইটারে এ বিষয়ে সতর্ক করে বলা হয়েছে যে রহস্যজনক কোনও লিঙ্কে যেন কেউ ক্লিক না করে। এমনকী যদি তাঁর চেনা-পরিচিত কেউ পাঠায় তাও নয়। কারণ এই লিঙ্ক ডাউনলোড হওয়ার পর তা নিঃশব্দে ব্যবহারকারীর ফোন থেকে ব্যক্তিগত, পেশাগত, ব্যাঙ্কের তথ্য, ক্রেডিট কার্ডের যাবতীয় তথ্য চুরি করে নিতে পারে। এমনকী এটি ফোনের স্ক্রিনে চলা সব ক্রিয়াকলাপও দেখতে পারবে বলে জানানো হয়েছে।

টিকটকের আবেগকে কাজে লাগিয়ে

টিকটকের আবেগকে কাজে লাগিয়ে

টিকটকের নতুন ভার্শনের নাম বলে তারা মেসেজ পাঠিয়ে সাধারণকে বোকা বানানোর চেষ্টা করে চলেছে বলে জানা গিয়েছে। ব্যবহারকারীদের সাইবার অপরাধীরা নতুন ভাবে মেসেজ করছে যাতে লেখা থাকছে ভারতে ফের পাওয়া যাচ্ছে টিকটক তবে এক নতুন নামে। আর তা হল টিকটক প্রো। এমনিতেই ভারতে যথেষ্ট জনপ্রিয় ছিল এই টিকটক। আর সেই কারণেই মানুষের আবেগকে কাজে লাগিয়ে এই ভুয়ো মেসেজের মাধ্যমে প্রতারণা করার নয়া ছক কষেছে সাইবার অপরাধীরা।

রাজি নন রাহুল, সোনিয়ার সভানেত্রী পদের মেয়াদ বাড়তে চলেছে, ওয়ার্কিং কমিটির বৈঠকে হবে চূড়ান্ত সিদ্ধানরাজি নন রাহুল, সোনিয়ার সভানেত্রী পদের মেয়াদ বাড়তে চলেছে, ওয়ার্কিং কমিটির বৈঠকে হবে চূড়ান্ত সিদ্ধান

English summary
tiktok is back in india cyber cell issued a warning about this new app
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X