For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্ভয়াকাণ্ড: তিহারে শুরু হল নয়া তোড়জোর! জেল-এ ঢুকল জেসিবি

২০১২ সালের ১৬ ডিসেম্বর রাজধানী দিল্লির সড়কে একটি বাসের মধ্যে নারকীয় গণধর্ষণ চালানো হয় এক তরুণীর উপর। যিনি বহুদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষে মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

  • |
Google Oneindia Bengali News

২০১২ সালের ১৬ ডিসেম্বর রাজধানী দিল্লির সড়কে একটি বাসের মধ্যে নারকীয় গণধর্ষণ চালানো হয় এক তরুণীর উপর। যিনি বহুদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। আর গোটা দেশ তাঁকে 'নির্ভয়া ' নামের পরিচিতি দেয়। সেই নির্ভয়াকাণ্ডের ৭ বছর কেটে গিয়েছে। জেলবন্দি ৪ দোষীর প্রাণভিক্ষা বাতিল করেছে শীর্ষ আদালত। এবার কি প্রক্রিয়া শুরু দোষীদের চরম শাস্তির! এমন জল্পনা উঠে আসছে তিহার জেলের কর্মপ্রক্রিয়া ঘিরে।

তিহারে তৈরি হচ্ছে ফাঁসির দড়ি!

তিহারে তৈরি হচ্ছে ফাঁসির দড়ি!

জানা গিয়েছে, তিহার জেলে তৈরি হচ্ছে ফাঁসির জন্য দড়ি। সূত্রের দাবি, সেখানে ৪ দোষীকে একসঙ্গে ফাঁসি দেওয়া হবে বলে জল্পনা চড়ছে। যদিও তিহার কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ। জানা যাচ্ছে, একই দিনে , একই সঙ্গে এই ফাঁসির প্রক্রিয়া সংগঠিত হতে পারে।

জেসিবি ঢুকেছে জেল-এ

জেসিবি ঢুকেছে জেল-এ

জানা গিয়েছে, জেলে ফাঁসির ফ্রেম ও দড়ির সঙ্গে আনা হয়েছে জেসিবি। যার দ্বারা মনে করা হচ্ছে ফাঁসির প্রক্রিয়া খুব শিগগিরিই সম্পন্ন হবে । অন্যদিকে, তিহারের সুড়ঙ্গ নিয়েও কাজ চলছে। প্রসঙ্গত, এই সুড়ঙ্গ দিয়েই মৃতদেহ ফাঁসির পর তোলা হয় ।

দোষীরা কোনপথে?

দোষীরা কোনপথে?

এদিকে, দোষীরা জানিয়েছে তারা এখনও ক্ষমাভিক্ষার পথে হাঁটতে রাজি। ফলে , সুপ্রিম কোর্ট তাদের ক্ষমা ভিক্ষার আর্জি বাতিল করলেও 'কিউরেটিভ পিটিশন' তারা এখনএ দায়ের করতে পারে। এমনই দাবি ৩ দোষীর। অন্যদিকে, বিষয়টি নিয়ে নীরব বাকি এক দোষী। প্রসঙ্গত, নির্ভয়াকাণ্ডে, ৬ জনের বিরুদ্ধে অভিযোগ ছিল। যার মধ্যে ১ জন আত্মঘাতী হয় জেলের ভিতর। অন্যজন নাবালক বলে ছাড়া পেয়ে যায়। ফলে এবার বাকি রয়েছে ৪ জন।

অনাস্থায় হেরে ভাটপাড়া নিয়ে হাইকোর্টে বিজেপি, স্থগিতাদেশ নিয়ে শুনানি আজইঅনাস্থায় হেরে ভাটপাড়া নিয়ে হাইকোর্টে বিজেপি, স্থগিতাদেশ নিয়ে শুনানি আজই

English summary
Tihar Jail readies new gallows to hang all 4 convicts together
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X