For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌ছত্তিশগড়ে জঙ্গল সাফারিতে পর্যটকদের বাসের পিছু নিল বাঘ, বরখাস্ত দুই কর্মী

Google Oneindia Bengali News

পর্যটকদের বাসের পেছনে বাঘ ধাওয়া করার ঘটনা ঘটল ছত্তিশগড়ের রায়পুরে। শুক্রবাস রায়পুরের নন্দনবনে জঙ্গল সাফারির সময় পর্যটকদের বাসের পিছু নেয় একটি বাঘ। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর সুরক্ষা বিধি মেনে না চলার জন্য নন্দনবন সাফারি পার্কের দুই কর্মীকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, একদল পর্যটক জঙ্গল সাফারির জন্য এসেছিলেন নন্দনবনে। সেই সময় দুই বাঘ লড়াই করছিল। তার মধ্যে একটি বাঘ হঠাৎই বাসের জানলার পর্দার কাপড় কামড়ে ধরে।

ছত্তিশগড়ে জঙ্গল সাফারিতে পর্যটকদের বাসের পিছু নিল বাঘ

বাঘটি বাসের ওপর হামলার চেষ্টা করলে পর্যটকদের মধ্যে একজন বাসের চালককে গতি বাড়ানোর জন্য বলে এবং বাঘটি কাপড় ধরেই বাসটিকে ধাওয়া করতে শুরু করে। এই ঘটনার ভিডিও নন্দনবন কর্তৃপক্ষের এক শীর্ষ আধিকারিকের নজরে আসলে তিনি তৎক্ষণাত ট্যুর গাইড ও বাসের চালককে বরখাস্ত করে দেন। নন্দনবন জঙ্গল সাফারির ডিরেক্টর এম মার্সি বেল্লা বলেন, '‌বাসের চালক ওমপ্রকাশ ভারতী ও গাইড নবীন পুরাইনাকে তাঁদের কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। সাফারির সুরক্ষা বিধি তারা মেনে চলেননি।’‌

নন্দনবন কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, '‌আমাদের প্রাথমিক তদন্তের পর, জানতে পেরেছি যে গাইড এই ভিডিওটি তুলেছেন। গাইড ও বাসের চালককে পশু এবং প্রাণীর সুরক্ষা বজায় রাখার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় কিন্তু এই দুই কর্মী তা এড়িয়ে গিয়েছেন। বাসের গতি বাড়ানোর আগে তাদের অপেক্ষা করা দরকার ছিল এবং পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরই বাস সহ পর্যটকদের নিয়ে বেড়িয়ে আসা উচিত ছিল।’‌ সাফারি পার্কের ডিরেক্টর আরও জানিয়েছেন যে পর্যটকদের বাসের দায়িত্বে থাকা ফরেস্ট গার্ডকেও শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

বলিউড অভিনেতা রনদীপ হুডা এই ভিডিও তাঁর টুইটারে শেয়ার করে বলেন, 'রায়পুর সাফারি পার্কের এই ভিডিও দেখে খুবই হতাশ হলাম। না দেখলে বিশ্বাসই করতাম না।’‌ রনদীপের মতো অনেকেই এই ভিডিও শেয়ার করে প্রতিক্রিয়া জানিয়েছেন।

English summary
Tiger Chases Bus, On Jungle Safari, In Chhattisgarh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X