For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিকাঠামো ক্ষেত্রে উন্নয়নের জোয়ার,৫ বছরে বরাদ্দ ১০০ লক্ষ কোটি! কেন্দ্রের প্রশংসায় নীতীন গড়করি

পরিকাঠামো ক্ষেত্রে উন্নয়নের জোয়ার,৫ বছরে বরাদ্দ ১০০ লক্ষ কোটি! কেন্দ্রের প্রশংসায় নীতীন গড়করি

  • |
Google Oneindia Bengali News

শুধু করোনাকালে নয়, মোদী জমানার শুরু থেকেই ক্রমেই মন্দা দশা গ্রাস করেছে ভারতীয় অর্থনীতিকে। পরবর্তীতে করোনাকালেই তা আরও ত্বরাণ্বিত হয়। এমতাবস্থায় পরিকাঠামো খাতে উন্নয়নেই নতুন জোর দিচ্ছে কেন্দ্র সরকার। এই পটভূমিতে দাঁড়িয়েই ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন বা এনআইপি-র পক্ষে জোরালো সওয়াল করেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতীন গড়করি।

পরিকাঠামো ক্ষেত্রে উন্নয়নের জোয়ার,৫ বছরে বরাদ্দ ১০০ লক্ষ কোটি! কেন্দ্রের প্রশংসায় নীতীন গড়করি

আগামী পাঁচ বছরের মধ্যে কী ভাবে এই প্রকল্পের মাধ্যমে ভারত মোদীর স্বপ্নের ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হয়ে উঠতে পারে তারও ব্যাখ্যা করেন তিনি। অন্যিদকে ২০২৪-১৫ সালের মধ্যেই গোটা প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী। এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় ১১১ লক্ষ কোটি টাকা। মঙ্গলবার শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য অধিদফতরের (ডিপিআইআইটি) সহযোগিতায় ভারতীয় শিল্প অধিদফতর (সিআইআই) আয়োজিত সিআইআই পার্টনারশিপ সামিট ২০২০-তে বক্তব্য রাখতে গিয়েই একথা বলেন নীতীন গড়করি।

তাঁর কথায়, “ গোটা দেশের পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ জোর দিচ্ছে কেন্দ্র। ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন প্রকল্পের হাত ধরেই আরও উন্নত হবে দেশবাসীর জীবনমান। পাশাপাশি এই প্রকল্পের হাত ধরেই দেশব্যাপী একাধিক ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামোগত উন্নয়নেও জোর দিতে পারবে কেন্দ্র।” এছড়াও শুধুমাত্র সড়ক উন্নয়ন প্রকল্প খাতেই কেন্দ্রের তরফে ২৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি অমৃতসর-আজমেড় এবং দিল্লি-অমৃতসর-কাত্রা হাইওয়ে প্রকল্পে ৬৫ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি।

শুভেন্দুর সহায়তা কেন্দ্রে উড়ছে বিজেপির পতাকা! জল্পনার অবসান মেদিনীপুরেই শুভেন্দুর সহায়তা কেন্দ্রে উড়ছে বিজেপির পতাকা! জল্পনার অবসান মেদিনীপুরেই

English summary
100 lakh crore allocated for infrastructure in the next 5 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X