For Quick Alerts
For Daily Alerts
এই টিকিট বিহীন 'যাত্রী'-র জেরে হুলুস্থূল মুম্বইগামী বিমানে
পাখি আকাশে ওড়ে। কিন্তু টিকিট ছাড়াই বিমানে চড়ে আকাশে ওড়া যেন এদেশেই সম্ভব। সবার অলক্ষ্যে বিমানের মধ্যে পাখিটি আশ্রয় নিয়েছিল একেবারে প্যাসেঞ্জার কেবিনের সামনে। গত মাসে আহমেদাবাদ-মুম্বই বিমানের ঘটনাটি ঘটে।

আহমেদাবাদ বিমানবন্দর থেকেই পাখিটি বিমানের মধ্যে ঢুকে পড়েছিল। আশ্রয় নিয়েছিল ফ্রন্ট কেবিনের সিটের তলায়। মাঝ আকাশে বিমানকর্মীরা বিষয়টি প্রত্যক্ষ করেন। সিদ্ধান্ত নিতে নিতে বিমানয়টি চলে এসেছিল মুম্বইয়ের কাছেই। তাই মুম্বইয়েই পাখিটিকে বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। মুম্বইয়ে বিমান অবতরণের পর দরজা খুলতেই উড়ে যায় পাখিটি।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছিল ২১ অগাস্ট। যদিও ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি নির্দিষ্ট ওই বিমান সংস্থার তরফে।