For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোটবন্দির বর্ষপূর্তিতে মুক্তি পেল 'ঠগস অফ হিন্দোস্তান'! মোদী শিবিরকে নিয়ে মশকরা কংগ্রেসের

নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে অন্যতম বড় অধ্যায় নোটবন্দি। দুই বছর আগে ভারতীয় অর্থনীতিতে এই ঐতিহাসিক অধ্যায় ঘিরে দেশ জুড়ে তোলপাড় হয়।

  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে অন্যতম বড় অধ্যায় নোটবন্দি। দুই বছর আগে ভারতীয় অর্থনীতিতে এই ঐতিহাসিক অধ্যায় ঘিরে দেশ জুড়ে তোলপাড় হয়। সরকারের তরফে দাবি করা হয়, এর মাধ্যমে দুর্নীতি ও কালো টাকা ঘিরে ব্যাপক সাফল্য পাওয়া যাবে। এরপর বিজয় মাল্য থেকে নীরব মোদী ঘির বহু অধ্যায় দেখেছে দেশ। এবার সেই নোটবাতিল ইস্যুতেই মুখ খুলল কংগ্রেস।

নোটবন্দির বর্ষপূর্তিতে মুক্তি পেল ঠগস অফ হিন্দোস্তান! মোদী শিবিরকে নিয়ে মশকরা কংগ্রেসের

কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি এক টুইট বার্তায় মোদী সরকারকে নিশানায় রেখে বলেন, 'নোটবন্দির দ্বিতীয় বর্ষপূর্তীর দিন ঠগস অফ হিন্দোস্তান ছবির মুক্তি পাওয়া নেহাতই কাকতালীয়। 'তাঁর দাবি, বলিউড খুবই মুহূরত মেনে চলতে ভালোবাসে। উল্লেখ্য , নাম না করে মোদী শিবিরের দিকে একাধিক টুইটে এদিন তোপ দাগেন মণীশ।

এর আগে, জানা গিয়েছিল কংগ্রেস পার্টি ৮ নভেম্বর নোটবাতিলের বর্ষপূর্তির দিন কালা দিবস পালন করবে। তবে, বিক্ষোভ মিছিলেন আগেই নোটবন্দি আর 'ঠাগস অফ হিন্দোস্তান' ছবিকে ঘিরে ইতিমধ্যেই পদ্ম শিবিরকে তুলোধনা করতে শুরু করেছে রাহুল ব্রিগেড।

[আরও পড়ুন:দিওয়ালি ফ্যাশনে একতা-শাবানা-শ্রদ্ধা! বলি-তারকাদের উপস্থিতিতে পার্টি যেন চাঁদের হাট][আরও পড়ুন:দিওয়ালি ফ্যাশনে একতা-শাবানা-শ্রদ্ধা! বলি-তারকাদের উপস্থিতিতে পার্টি যেন চাঁদের হাট]

English summary
The Congress on Thursday launched a scathing attack on Prime Minister Narendra Modi-led NDA government on the second anniversary of demonetisation, which was announced on November 8, 2016. Taking a dig at Prime Minister Modi on microblogging site Twitter, Congress spokesperson Manish Tewari pointed at the “coincidence” of the release of Aamir Khan and Amitabh Bachchan-starrer ‘Thugs of Hindostan’ on the second anniversary of demonetisation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X