For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্দিরার আমলে ছোট্ট রাহুলের জন্মদিন কীভাবে পালন হয়েছে! দেখুন বিরল ছবি

এদেশের অন্যতম সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবার গান্ধী পরিবার। নেহেরু কন্যা ইন্দিরা থেকে সঞ্জয় -রাজীব গান্ধী পরবর্তী কালে সোনিয়া গান্ধী , সকলেই ভারতের তথা কংগ্রেসের রাজনৈতিক অধ্যায়গুলির পরতে পরতে রয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

এদেশের অন্যতম সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবার গান্ধী পরিবার। নেহেরু কন্যা ইন্দিরা থেকে সঞ্জয় -রাজীব গান্ধী পরবর্তী কালে সোনিয়া গান্ধী , সকলেই ভারতের তথা কংগ্রেসের রাজনৈতিক অধ্যায়গুলির পরতে পরতে রয়েছেন। সেই গান্ধী পরিবারের অন্যতম সদস্য রাহুলও সাম্প্রতিক ভারতীয় রাজনীতির অন্যতম অঙ্গ। আজ তাঁর ৪৮ তম জন্মদিন।

ইন্দিরার আমলে ছোট্ট রাহুলের জন্মদিন কীভাবে পালন হয়েছে! দেখুন বিরল ছবি

রাজনীতির কোন্দল, তোপ পাল্টা তোপের আঙিা পেরিয়ে দেখে নেওয়া যাক রাজনীতির ব্যক্তিত্ব রাহুলের অরাজনৈতিক কিছু দিক। দেখে নেওয়া যাক, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি রাহুলের ছোটবেলা। সেই সময়ে কীভাবে পালিত হয়েছে রাহুলের জন্মদিন। পুরনো কিছু ছবি আর তাকে ঘিরে কয়েকটি ঘটনা এদিন উঠে এল স্মৃতিকে উস্কে দিয়ে। সোশ্যাল মিডিয়ায় দেখা গেল ছোট্ট রাহুলের জন্মদিনের ছবি। ১৯৭৭ সালে নাতির জন্মদিন ইন্দিরা পালন করেছিলেন ধুমধাম সহকারে। সেই জন্মদিন পালিত হয় বিমানে.. মাঝ আকাশে। সেই দিনটির ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় কংগ্রেসের তরফে।

ঠাকুমা ইন্দিরার সঙ্গে চিরকালই খুব গভীর সম্পর্ক ছি ল বর্তমান কংগ্রেস সভাপতি রাহুলের। ইন্দিরা গান্ধী যখন গুলিবিদ্ধ হয়ে মারা যান , তখন রাহুলের ১৪ বছর বয়স। ঘটার আকস্মিকতা কিশোর রাহুলকে অবাক করে দেয়। তার আগে পর্যন্ত রাহুলের ঠাকুমা ইন্দিরাই ছিলেন তাঁর অন্যতম সুখী-আশ্রয়।

ঠাকুমার কাছে চলত যাবতীয় খোশ গল্প, আব্দার। একেবারে আর চারপাঁচজন শিশুর মতোই ঠাকুমার আহ্লাদে বড় হচ্ছিলেন তিনি। বাবা রাজীব যদি বকা ঝকাও করতেন , তখন ইন্দিরার কাছে গিয়ে লুকিয়ে পড়তেন ছোট্ট রাহুল। সেই সমস্ত ঘটনা ফের একবার উঠে এল এদিনের কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে।

English summary
Throwback picture of Rahul gandhi celebrating birthday with indiara gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X