For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫০০ টাকার নোটের যোগান বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র

নোট বাতিলের পর নতুন ৫০০ টাকা বাজারে ছেড়েছে কেন্দ্র। তবে সবমিলিয়ে নতুন নোটের যোগান কম থাকায় এবার তিনগুণ বেশি হারে ৫০০ টাকার নোট ছাপার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর : নোট বাতিলের পর নতুন ৫০০ টাকা বাজারে ছেড়েছে কেন্দ্র। তবে সবমিলিয়ে নতুন নোটের যোগান কম থাকায় এবার তিনগুণ বেশি হারে ৫০০ টাকার নোট ছাপার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নাসিকে 'কারেন্সি নোট প্রেস'-এ তাই বেশি হারে নোট ছাপার কাজ চলছে।[৫০০ ও ২ হাজারের নোট ছাপতে কত খরচ পড়ছে জানেন? জেনে নিন]

প্রেসের এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, নভেম্বরের মাঝামাঝি সময়ে যেখানে দিনে ৩৫ লক্ষ নতুন ৫০০ টাকার নোট ছাপা হতো, সেখানে এখন প্রতিদিন ১ কোটি নোট ছাপা হচ্ছে। অর্থাৎ ছাপার পরিমাণ প্রায় তিনগুন বেড়েছে।[১৮টি চার্টার্ড বিমানে ভরে ১৮০০ টন সুইস নোট এসেছে কলকাতায়]

৫০০ টাকার নোটের যোগান বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র

এছাড়া বাকী ১০০, ৫০ ও ২০ টাকার নোট ছাপার কাজও চলছে। সবমিলিয়ে মোট ১কোটি ৯০ লক্ষ নানা মূল্যের নোট ছাপা হচ্ছে নাসিকে নোট ছাপা কারখানায়। তবে এখানে দেশের সবচেয়ে বড় অঙ্কের নোট ২০০০ টাকা ছাপা হচ্ছে না বলে জানা গিয়েছে।[এবারে পাকিস্তানে বাতিল হতে চলেছে ৫০০০ টাকার নোট]

গত শুক্রবার নাসিকে ছাপাখানা থেকে ৪ কোটি ৩০ লক্ষ নতুন নোট রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় পাঠানো হয়েছে। যার মধ্যে ১ কোটি ১ লক্ষ ৫০০ টাকার নোট, ১ কোটি ২০ লক্ষ ১০০ টাকার নোট, ১ কোটি ৫০ টাকা ও ২০ টাকার নোট রয়েছে।[নোট বাতিলের সিদ্ধান্তে কেন্দ্র সরকারের কত লক্ষ কোটি টাকা আয় হবে জানেন?]

প্রসঙ্গত, নাসিকের কারেন্সি নোট প্রেসের মতে, আগামী ৩১ জানুয়ারির মধ্যে ৮০ কোটি নতুন নোট ছাপানো যাবে বলে আশা করা হচ্ছে। যার মধ্যে অন্তত ৪০ কোটি ৫০০ টাকার নোট থাকবে বলে জানানো হয়েছে।

English summary
There has been a threefold increase in the number of new 500-rupee notes printed daily at the Currency Note Press (CNP) in Nashik, a step undertaken to meet the shortage of the newly introduced currency.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X