For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুয়োয় ১১০ ফুট নিচে আটকে ৩ বছরের শিশু! উদ্ধারে চেষ্টা জারি, দেখুন ভিডিও

বিহারের মুঙ্গেরে ১১০ ফুট কুয়োয় পড়ে যাওয়া শিশুকে উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মঙ্গলবার বিকেলে মুঙ্গেরের মুর্গিয়াচক এলাকায় শিশুটি কুয়োয় পড়ে যায়।

  • |
Google Oneindia Bengali News

বিহারের মুঙ্গেরে ১১০ ফুট কুয়োয় পড়ে যাওয়া শিশুকে উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মঙ্গলবার বিকেলে মুঙ্গেরের মুর্গিয়াচক এলাকায় দাদুর বাড়িতে বেড়াতে গিয়ে শিশু কন্যা সান্নো কুয়োর পড়ে যায়। খবর পাওয়ার পরেই এলাকায় যান রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

কুয়োয় ১১০ ফুট নিচে আটকে ৩ বছরের শিশু! উদ্ধারে চেষ্টা জারি, দেখুন ভিডিও

মুঙ্গেরের মুর্গিয়াচক এলাকায় দাদু উমেশ নন্দনের বাড়ির বাইরে খেলছিল সান্নো। সেখানেই কুয়োটি খোঁড়ার কাজ চলছিল। কুয়োয় পড়ে যাওয়ার খবর পেয়ে এলাকায় যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কুয়োর পাশেই সমান্তরাল অন্য একটি গর্ত করে উদ্ধার কাজ শুরু করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল ৪ টে নাগাদ ঘটনাটি ঘটে। শিশুটির কান্নার আওয়াজ পেয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা। পাশে করা গর্ত দিয়ে অক্সিজেন এবং সিসিটিভিও পাঠানো হয়।

শিশুটিকে বাঁচিয়ে রাখতে সাবধানতা হিসেবে গর্তের মধ্যে অক্সিজেন পাটানো হয়েছে। শিশুটি যাতে আরও গভীর গর্তে ঢুকে না যায়, তারজন্য গর্তের ভিতরে রডও ঢোকানো হয়। সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, উদ্ধারকারী দলের সদস্য সঞ্জীব কুমার।

সবসময়ে শিশুটির অবস্থা জানতে গর্তে আলোর ব্যবস্থাও করা হয়েছে।

এদিকে ঘটনার খবর পাওয়া পর থেকে রাজ্য সরকারের পদাধিকারী থেকে শুরু করে স্থানীয় মেয়রও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

English summary
Three Year-Old Girl Falls In 110-Feet Borewell In Bihar's Munger, Rescue Operations On
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X