For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-রাজ্যে শক্তি বাড়ালেন রাহুল! তিনবারের বিজেপি বিধায়কের যোগদান কংগ্রেসে

বিজেপির তিনবারের বিধায়ক আম আদমি পার্টি ঘুরে কংগ্রেসে যোগ দেওয়ায় লোকসভার ভোটের আগে কংগ্রেস শক্তিশালী হল বলে মনে করছেন স্বয়ং রাহুল গান্ধীও।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের আগে শক্তি বাড়াচ্ছে কংগ্রেস। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের তিনবারের বিধায়ক নাম লেখালেন কংগ্রেসে। বিজেপির তিনবারের বিধায়ক আম আদমি পার্টি ঘুরে কংগ্রেসে যোগ দেওয়ায় লোকসভার ভোটের আগে কংগ্রেস শক্তিশালী হল বলে মনে করছেন স্বয়ং রাহুল গান্ধীও।

মোদী-রাজ্যে শক্তি বাড়ালেন রাহুল! তিনবারের বিজেপি বিধায়কের যোগদান কংগ্রেসে
PTI
মোদী-রাজ্যে শক্তি বাড়ালেন রাহুল! তিনবারের বিজেপি বিধায়কের যোগদান কংগ্রেসে

তিনবারের বিজেপি বিধায়ক কানু কালসারিয়া ছিলেন বর্তমান আপ নেতা। প্রাক্তন এই বিজেপি বিধায়ক নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নিরমা সিমেন্ট কারখানার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। এহেন বিজেপি বিধায়ক অবশেষে কংগ্রেসে যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

কালসারিয়া বলেন, রাহুল গান্ধী আমাকে ডেকে পাঠিয়েছিলেন দিল্লিতে। তাঁর সঙ্গে গুজরাটের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের মধ্যে দীর্ঘ আলাপচারিতায় উঠে এসেছে আগামী লড়াইয়ের কথাও। রাহুল গান্ধীর সঙ্গে আলোচনায় খুশি হয়েই আমি কংগ্রেস যোগ দিতে রাজি হয়েছি। তাঁর ভাবনা ভালো লেগেছে আমার।

তিনি জানান, দুদিনের মধ্যেই আমি সরকারিভাবে কংগ্রেসে যোগদান করব। রাহুল গান্ধীর ভাবনগরের সভায় তিনি কংগ্রেসের পতাকা হাতে তুলে নেবেন। তারপর কংগ্রেসের হয়ে তিনি আসন্ন লোকসবার লড়াইয়ে নামবেন। কংগ্রেসকে জিতিয়ে আনাই তাঁর একমাত্র লক্ষ্য হবে।

কালসারিয়া এর আগে তিনবার বিজেপির টিকিটে বিধায়ক হয়েছেন। নিরমা সিমেন্ট কারখানার বিরুদ্ধে পরিবেশ রক্ষার দাবিতে আন্দোলনকে তিনি অন্য মাত্রা দিয়েছিলেন। তাঁর প্রতিবাদ ছিল গুজরাটের বিজেপি সরকারের বিরুদ্ধে। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। দলের বিরুদ্ধেই তিনি গর্জে উঠেছিলেন। তখন কেন্দ্রে কংগ্রেস সরকার। কংগ্রেসের সাহায্যও তিনি পেয়েছিলেন।

কালসারিয়া বিজেপি ছাড়ার পর সদভাবনা মঞ্চ গড়ে তুলেছিলেন। ২০১২ সালে লড়াই করেছিলেন বিধানসভা নির্বাচনে। সেই নির্বাচনে তিনি ব্যর্থ হন। এরপর তিনি অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টিতে যোগ দেন। কিন্তু আপেও তিনিও সাইডলাইনে পড়েছিলেন। তাই গুরুত্ব পেতেই কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত। তা সরকারিভাবে হতে চলেছে ১৬ জুলাই রাহুল গান্ধীর গুজরাত সফরে। উল্লেখ্য, রাহুল গান্ধী ১৬ ও ৭ দুদিন গুজরাতের ভাবনগরে কংগ্রেসের কর্মসূচিতে অংশ নেবেন।

English summary
Three times BJP MLA of Gujarat Kanu Kalsariya joins in Congress. He joins in Congress leaving Aam Admi Party,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X