For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জম্মু-কাশ্মীরে দুর্যোগপূর্ণ আবহাওয়া, তুষারধসে মৃত ৩ সেনা জওয়ান

উত্তর কাশ্মীরের কুপওয়ারার মাছিল সেক্টরে তুষারধসে মৃত্যু হল কমপক্ষে ৩ সেনার। ঘটনায় এক সেনা গুরুতর আহত হয়েছেন। নিয়ন্ত্রণ রেখায় থাকা সেনা ছাউনিতে আছড়ে পড়ে তুষার ধস।

  • |
Google Oneindia Bengali News

উত্তর কাশ্মীরের কুপওয়ারার মাছিল সেক্টরে তুষারধসে মৃত্যু হল কমপক্ষে ৩ সেনার। ঘটনায় এক সেনা গুরুতর আহত হয়েছেন। নিয়ন্ত্রণ রেখায় থাকা সেনা ছাউনিতে আছড়ে পড়ে তুষার ধস।

জম্মু-কাশ্মীরে দুর্যোগপূর্ণ আবহাওয়া, তুষারধসে মৃত ৩ সেনা জওয়ান

ঘটনার পরেই উদ্ধার কাজ শুরু করা সেনার তরফে। পায়ে হেঁটে চার সেনা জওয়ানকে নিয়ে যাওয়া হয় কাছেরই পোস্টে। কিন্তু আঘাতের কারণে মৃত্যু হয় তিনজনের। মৃতরা হলেন, হাবিলদাব কমলেশ সিং(৩৯), নায়েক বলবীর ( ৩৩), সিপাই রাজিন্দর( ২৫)। তিনজনই রাজস্থানের বলে জানা গিয়েছে।

সেনার তরফে জানানো হয়েছে, মাছিল সেক্টরে দুর্ভাগ্যজনক ঘটনায় তাদের তিন জওয়ানকে হারিয়েছে সেনাবাহিনী।

তুষার ধসে তিন সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

জম্মু-কাশ্মীরে দুর্যোগপূর্ণ আবহাওয়া, তুষারধসে মৃত ৩ সেনা জওয়ান

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৬.২ মাত্রার ভূমিকম্পের পরেই বুধবার কুপওয়ারা-সহ জম্মু-কাশ্মীরের একাধিক জেলায় তুষারধসের সতর্কবার্তা জারি করা হয়েছিল। কিন্তু কুপওয়ারার মাছিলে তুষারধসের ঘটনাটি ঘটে সতর্কবার্তা জারির প্রায় ২ দিন পরে।

গতমাসেই তুষার ধসে জম্মু ও কাশ্মীরে ১ বছরের এক শিশু-সহ ১১ জনের মৃত্যু হয়েছিল। কুপওয়ারাতেই রাস্তায় যাওয়ার সময় তুষারধসের কবলে পড়েছিল একটি গাড়ি। বর্ডার রোড অর্গানাইজেশনের ইঞ্জিনিয়াররা উদ্ধার করলেও, কাউকেই বাঁচানো যায়নি।

English summary
Three soldiers killed in an avalance in Machil sector in North Kashmir's Kupwara.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X