সাবধান হন, এভাবে সেলফি তুলতে গিয়ে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড
ফের সেলফি নিতে গিয়ে ঘটে গেল দুর্ঘটনা। রেলট্র্যাকে নেমে সেলফি নিতে গিয়ে মারা গেলেন ৩ জন। ঘটনা কর্ণাটকের হেজ্জলা ও বিদাদি স্টেশনের মাঝে ঘটে যায়। বার বার সচেতনতা সত্ত্বেও এই ধরণের ঘটনা ক্রমেই বাড়তে থাকায় রীতিমত অস্বস্তিতে প্রশাসন।

জানা গিয়েছে, ওই ৩ জন যুবক যখন রেলট্র্যাকের মাঝে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন, তখনই সেখানদিয়ে যাচ্ছিল বেঙ্গালুরু থেকে মাইসুরুগামী গোলগুমবাজ এক্সপ্রেস। সোলফির নেশায় তখন মগ্ন যুবকদের তখন কোনও দিকে হুঁশ ছিল না। আর শেষে ট্রেনে কাটা পড়ে মারা যান তাঁরা।
ঘটনায় মৃতদের বয়স ১৮ থেকে ২০ এর মধ্যে বলে জানা গিয়েছে। তবে এদের মধ্যে একজনের বয়স ১৬ বলেও খবর। ঘটনাস্থলের কাছে এদের সকলের বাইক ও ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সেলফি তুলতে গিয়ে ক্রমাগত মৃত্যুর ঘটনা রীতিমত কপালে ভাঁজ ফেলছে প্রশাসনের। এই ধরনের ঘটনা রুখতে প্রশাসনিক সচেতনামূলক উদ্যোগ থাকলেও কেন বার বার এই ঘটনা ঘটছে , তা নিয়ে উঠছে প্রশ্ন।