For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋণের কিস্তি স্থগিতের বিষয়ে বড় ঘোষণা আরবিআই গভর্নরের! করোনা-আম্ফানের মাঝে স্বস্তিতে মধ্যবিত্ত

Google Oneindia Bengali News

কার্যকরী মূলধনের জন্য যাতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীদের সমস্যা না হয় সে জন্য সুনির্দিষ্ট মেয়াদের ঋণের উপর আরও তিন মাসের জন্য মোরাটোরিয়াম দেওয়া হবে জানিয়ে দিলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। এর আগেও মাসিক কিস্তি পরিশোধে তিন মাসের মেয়াদ বৃদ্ধি করেছিলেন গভর্নর। নতুন এই ঘোষণার জেরে সেই মেয়াদ দাঁড়াল ৬ মাসে। এছাড়া এক্সিম ব্যাঙ্ককে ১৫০০ হাজার কোটি টাকা ঋণ দেবে রিজার্ভ ব্যাঙ্ক। প্রি ও পোস্ট শিপমেন্টের সময় সীমাও ১ বছর থেকে বাড়িয়ে ১৫ মাস করার ঘোষণা করা হয় এদিন।

পণ্য উৎপাদনে ৩৩ শতাংশ ক্ষতি

পণ্য উৎপাদনে ৩৩ শতাংশ ক্ষতি

এদিন শক্তিকান্ত দাস বলেন, 'খরিফ শস্য উৎপাদন বেশি হয়েছে৷ কৃষি আশার আলো দেখাচ্ছে৷' তবে উৎপাদন শিল্পের হ্রাসের বিষয়েও এদিন বলেন তিনি। আরবিআই গভর্নর বলেন, 'উৎপাদন ২১ শতাংশ কমেছে মার্চ, এপ্রিলে ২৭.৪ শতাংশ৷ ৩৩ শতাংশ পণ্য উৎপাদনে ক্ষতি।'

তিনটি লক্ষ্যপূরণের উদ্দেশ্যে এগোচ্ছে আরবিআই

তিনটি লক্ষ্যপূরণের উদ্দেশ্যে এগোচ্ছে আরবিআই

সাংবাদিক সম্মেলনে দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেও এদিন আশঙ্কাবাণী শোনা যায় খোদ আরবিআই-এর গভর্নরের গলায়। ২০২০-২১ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নেতিবাচক থাকবে বলে এদিন জানান তিনি। অবশ্য তিনি আশা ব্যক্ত করেন যে আর্থিক বছরের দ্বিতীরার্ধে সেই হার কিছুটা উর্ধ্বমুখী হবে। তিনি জানান আরবিআই-এর সব পদক্ষেপের মূলে রয়েছে তিনটি লক্ষ্য - বাজারের পরিস্থিতির উন্নতি হয়, বাণিজ্যে অগ্রগতি হয়, আর্থিক চাপ কমে, রাজ্য সরকারগুলির আর্থিক সংকট কমে।

অর্থনীতিতে করোনা প্রভাব

অর্থনীতিতে করোনা প্রভাব

শক্তিকান্ত দাস আশঙ্কাবাণী প্রকাশ করে জানান, বিশ্ব বাণিজ্যের পরিমাণ এ বার ১৩ থেকে ৩২ শতাংশ কমে যেতে পারে। তাই বছরের দ্বিতীয়ভাগে দেশের আর্থিক অবস্থা ঠিক হতে পারে বলে আশা ব্যক্ত করলেও এদিন তিনি জানান, দেশের অর্থনীতিতে লকডাউনের প্রভাব থাকবে৷ অর্থনীতির দিকে কড়া নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি৷ তিনি বলেন, সবজি, দুধ ও অন্য খাদ্যপণ্যের দাম বৃদ্ধি হয়েছে৷ খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি আরও কিছু মাস চলবে৷

রেপো রেট কমিয়ে ৪ শতাংশে নামানো হয়েছে

রেপো রেট কমিয়ে ৪ শতাংশে নামানো হয়েছে

এছাড়া করোনা ভাইরাসের আবহে তৃতীয় সাংবাদিক সম্মেলন থেকে রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ শতাংশ করার ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গর্ভনর শক্তিকান্ত দাস। একইসঙ্গে রিভার্স রেপো রেটও কমিয়ে ৩.৩৫ শতাংশ করেছে রির্জাভ ব্যাঙ্ক ইফ ইন্ডিয়া।

<strong>করোনা প্রকোপের জের, দেশের অর্থনীতি যাবে নেগেটিভে! জানালেন খোদ আরবিআই গভর্নর</strong>করোনা প্রকোপের জের, দেশের অর্থনীতি যাবে নেগেটিভে! জানালেন খোদ আরবিআই গভর্নর

English summary
Three-month moratorium period extended on term loans and working capitals by rbi guv shaktikanta das
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X