For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাজেট ২০২০ : যে তিনটি বিষয় নজরে রাখতে হবে নির্মলা সীতারামনকে

কেন্দ্রীয় বাজেট ২০২০: বাজেটে যে তিনটি বিষয় নজরে রাখতে হবে সীতারামনকে

Google Oneindia Bengali News

হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই দ্বিতীয় নরেন্দ্র মোদীর সরকারের প্রথম বড় পরীক্ষা। তার উপরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে অর্থনীতি নিয়ে মোদী সরকারের চাপ যে আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। এই পরিস্থিতি তিনটি বিষয়ের উপর নজর রাখতে হবে মোদী সরকারকে। প্রথম চাহিদা বাড়ানো, দ্বিতীয় বিনিয়োগ বৃদ্ধি এবং তৃতীয় আর্থিক বৈষম্য দূর করা।

চাহিদা বৃদ্ধি

চাহিদা বৃদ্ধি

দেশের যা আর্থিক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে জিডিপি বৃদ্ধি। মুদ্রাস্ফীতি সব মাত্রা অতিক্রম করেছে। যার প্রভাব পড়েছে চাহিদায়। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে অধিকাংশ জিনিস চলে যাওয়ায় চাহিদায় ধাক্কা খেেয়ছে। যার জেরে উৎপাদনেও ঘাটতি দেখা গিয়েছে। তাই বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নজরে রাখতে হবে চাহিদা বৃদ্ধির বিষয়টি। কারণ চাহিদা বৃদ্ধি না হলে কোনও ভাবেই উৎপাদব বাড়বে না। থমকে থাকা অর্থনীতিকে কোনওভাবেই চাঙ্গা করা যাবে না।

বিনিয়োগ বৃদ্ধি

বিনিয়োগ বৃদ্ধি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ আগেই জানিয়ে দিয়েছেন ভারতকে এখন বাঁচানোর একটাই পথ বিনিয়োগ। প্রচুর পরিমানে বিনিয়োগ প্রয়োজন ভারতের অর্থনীতিতে। ভারতকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পৌঁছতে হলে বিনিয়োগ আসাটা অত্যন্ত জরুরি। যা প্রায় থমকে গিয়েছে। বিনিয়োগের ঘাটতি পূরণের দিকে সবার আগে নজর দিতে হবে নির্মলা সীতারামনকে।

আর্থিক বৈষম্য দূর

আর্থিক বৈষম্য দূর

তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল আর্থিক বৈষম্য দূর করা। গতকাল দাভোসে অক্সফামের দেওয়া রিপোর্টে দেখা গিয়েছে ভারতে এত শতাংশ ধনীর হাতে সব অর্থ সঙ্কুচিত হয়ে রয়েছে। যার জেরে ধনীরা আরও ধনী হয়েছে আর গরিবরা আরও গরিব হয়েছে। এই আর্থিক বৈষম্য দূর করতে হলে সবার আগে কর্মসংস্থান তৈরি করতে হবে। কারণ ভারতে গত এক বছরে ১১ মিলিয়ন কর্মসংস্থানের ঘাটতি তৈরি হয়েছে। নতুন কর্মসংস্থান তৈরি না হয়ে সাধারণ মানু।ের আয় বাড়বে না। আর আয় না বাড়লে আর্থিক বৈষম্য দূর করা সম্ভব হবে না মোদী সরকারের। কাজেই বাজেটে কর্মসংস্থানের দিকটিও নজরে রাখতে হবে নির্মলা সীতারামনকে।

দেশ জুড়ে বেকারত্ব রুখতে আসন্ন বাজেট কী দিশা দেখাতে পারে জেনে নিন দেশ জুড়ে বেকারত্ব রুখতে আসন্ন বাজেট কী দিশা দেখাতে পারে জেনে নিন

English summary
Three items must be in focus of Nirmala Sitharaman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X