রক্তাক্ত বড়দিনের উৎসব, কাশ্মীর সীমান্তে পাক সেনাদের গুলি, শহিদ ৩ সেনা
বড়দিনের উৎসবের আবহেই ভারতের উপরে ফের হামলা চালাল পাকিস্তান। যার জেরে কাশ্মীর সীমান্তে ৩ সেনা শহিদ হয়েছেন। নিহতদের মধ্যে একজন মেজর, অন্য দু'জন জওয়ান।

জানা গিয়েছে, শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কাশ্মীরের রাজৌরির উরি সেক্টরের কেরি-তে নিয়ন্ত্রণরেখায়। টহল দিতে বেরিয়ে ছিলেন সেনা জওয়ানদের একটি দল। আর সেই সময়ই আচমকাই ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তানের সেনারা। ঘটনাস্থলেই ১ মেজর এবং ২ জন জওয়ান শহিদ হন। অপর এক জন গুরুতর জখম হন। হাসপাতালে ভর্তি করা হলেও তাঁর অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।
শনিবার দুপুর ১২.১৫টায় কেরি-তে নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল দিচ্ছিল ২টি শিখ ব্যাটেলিয়ান। এই দুই ব্যাটেলিয়ান ১২০ ইনফ্র্যান্টি ব্রিগেডের অধীনস্থ। এই টহল দেওয়ার সময়ই পাকিস্তানি সেনারা শেলিং শুরু করে । গত এক বছরে নিয়ন্ত্রণরেখার ৭৭৮ কিলোমিটার ব্যাপি এলাকায় পাকিস্তান ৭৮০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে। আর জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তের ১৯৮ কিলোমিটার ব্যাপি এলাকায় ১২০বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। ২০১৪ ও ২০১৫ সালে পাকিস্তান ১৫৩ ও ১৫২ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছিল। এমনকী ২০১৬ সালের থেকে পাকিস্তান এবার ২২৮ বারেরও বেশি সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে।