কাশ্মীরে ফের বড় সাফল্য সেনার! পুলওয়ামায় পাকিস্তানের মদতপুষ্ট তিন জইশ জঙ্গিকে খতম করল সেনা
পুলওয়ামায় খতম তিন জইশ-ই-মহম্মদ জঙ্গি। পুলওয়ামার কঙ্গন জেলায় আজ ভোর থকে জঙ্গি ও নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয়। তাতে তিন জনকে খতম করা হয়। এদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে এরা জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য। নিরাপত্তার স্বার্থে পুলওয়ামায় বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা।

গোপন সূত্রে খবর পেয়ে পুলওয়ামার কঙ্গনে অভিযান চালায় সেনা
গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে পুলওয়ামার কঙ্গনে অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা। সঙ্গে ছিল ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেল ৫৫ ও সিআরপিএফ-এর ১৮৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। আজ ভোরে কঙ্গনের আসথান মহল্লায় অভিযান চালান নিরাপত্তারক্ষীরা। সেখানে লুকিয়ে থাকা জঙ্গিরা বিনা প্ররোচনায় সেনা-জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেন জওয়ানরাও। তাতে মারা পড়ে তিন জঙ্গি।

জঙ্গির মধ্যে একজন কমান্ডারও রয়েছে
এই বিষয়ে একজন পুলিশকর্মী বলেন, 'আমরা খবর পাই জইশ-ই-মহম্মদ জঙ্গিরা কঙ্গন এলাকায় লুকিয়ে আছে। তারপরই অভিযান চালানো হয়।' সূত্রের খবর, ওই তিন জঙ্গির মধ্যে একজন কমান্ডারও রয়েছে। গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা।

পরপর তৃতীয় দিন ভারতীয় সেনা-জঙ্গি সংঘর্ষ
এনিয়ে পরপর তৃতীয় দিন ভারতীয় সেনা জঙ্গিদের খতম করল। এর আগে মঙ্গলবার সকালে ত্রালের সাইমোহ এলাকায় একটি অভিযানে নামে পুলিশ ও নিরাপত্তারক্ষী৷ তাতেই বাহিনীর গুলিতে মারা যায় এক জঙ্গি৷

সোমবার সেনার গুলিতে খতম হয় ১৩ জঙ্গি
এদিকে রবিবার গভীর রাত ও সোমবার দুটি পৃথক গঠনায় ১৩ জন জঙ্গি নারা যায় সেনার সঙ্গে সংঘর্ষে। জানা গিয়েছে, এরা বসবাই পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। প্রথম ঘটনাটিতে রাজৌরির নৌশেরা সেক্টরে ঘটে। সেখানে ৩ জঙ্গি নিকেশ হয়। অপর ঘটনায় জম্মুতে ১০ জন জঙ্গিকে মারে সেনা।

আমেরিকার জি ৭ আমন্ত্রণ গ্রহণ ভারতের, তবে চিন-রাশিয়ার 'বন্ধুত্ব'-র জেরে বাড়ছে জটিলতা!