For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে তিন জোটের সরকার বেশিদিন স্থায়ী হবে না, দাবি নীতিন গডকরির

মহারাষ্ট্রে তিন জোটের সরকার বেশিদিন স্থায়ী হবে না, দাবি নীতিন গডকরির

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে সরকার গঠনের পথে শিবসেনা–এনসিপি–কংগ্রেস। আর এই তিনকেই সুবিধাবাদী দল বললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। শীর্ষ বিজেপি নেতা আরও জানান যে মহারাষ্ট্রে এই তিন দল মিলে সরকার গঠন করলেও তা ছয় থেকে আটমাসের বেশি টিকবে না।

মহারাষ্ট্রে তিন জোটের সরকার বেশিদিন স্থায়ী হবে না, দাবি নীতিন গডকরির


ঝাড়খণ্ডে ভোট প্রচারে গিয়ে নীতিন গডকরি পিটিআইকে সাক্ষাতকারে জানান, বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্যই '‌আদর্শগতভাবে পৃথক’‌ এই তিন দল একত্রিত হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। গডকরি বলেন, '‌তিন জোটদল সুবিধাবাদী। বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতেই এই তিন দল একত্রিত হয়েছে। আমার সন্দেহ রয়েছে যে এরা যদি সরকার গঠন করে তবে তা ছয়–আটমাসের বেশি স্থায়ী হবে না।’‌ শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে আলোচনায় বসেছে। দীর্ঘদিনের জোটসঙ্গী শিবসেনা বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী নিয়ে সংঘাত হওয়ায় বিজেপি থেকে সরে আসে। বিজেপি যদি সরকার গঠনের চেষ্টা করত তবে কি জোট ভেঙে যেত?‌‌ এ প্রশ্নের উত্তরে গডকরি জানান, এরকম পরিস্থিতিতে ভবিষ্যতের রণনীতি নির্ধারণের জন্য বিজেপি সিদ্ধান্ত নিত।

নীতিন গডকরি জানান, ক্রিকেট এবং রাজনীতিতে সবকিছু হতে পারে। তিনটি দলের মধ্যে আদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও কেন তারা একসঙ্গে হল, তা কেন্দ্রীয় মন্ত্রীর বোধগম্য হচ্ছে না। তিনি জানান, বিজেপি এবং শিবসেনা জোট হিন্দুত্ববাদীতে বিশ্বাসী। শিবসেনা দাবি করেছে যে মুখ্যমন্ত্রী দুই দলের পক্ষ থেকেই একবার একবার করে হতে হবে, যা কখনই সম্ভব নয়। গডকরী বলেন, '‌আমরা চেষ্টা করেছিলাম।’‌ সম্প্রতি এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়। যদিও এই বৈঠক সম্পর্কে স্পষ্ট ধারণা নেই কেন্দ্রীয় মন্ত্রীর।

বিজেপির মন্ত্রীর সুরেই গলা মেলালেন তসলিমা নাসরিন, নিশানায় আসাদউদ্দিন ওয়াইসিবিজেপির মন্ত্রীর সুরেই গলা মেলালেন তসলিমা নাসরিন, নিশানায় আসাদউদ্দিন ওয়াইসি

English summary
I have doubts whether this government will be formed... Even if it is formed, it will not last beyond six to eight months, Gadkari said,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X