For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বারামুলায় বাজার এলাকায় এলোপাথারি গুলি চালাল জঙ্গিরা, নিহত ৩, ফের আতঙ্ক ফিরল ভূস্বর্গে

সন্ত্রাসবাদীদের মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর বড় সাফল্যের দিনেই ফের জঙ্গিহানা হল কাশ্মীরে। সোমবার সন্ধ্যায় উত্তর কাশ্মীরের বারামুলা জেলার খানপোরা এলাকায় এক সন্ত্রাসবাদী হামলায় নিহত হলেন তিনজন।

Google Oneindia Bengali News

সন্ত্রাসবাদীদের মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর বড় সাফল্যের দিনেই ফের জঙ্গিহানা হল কাশ্মীরে। সোমবার সন্ধ্যায় উত্তর কাশ্মীরের বারামুলা জেলার খানপোরা এলাকায় এক সন্ত্রাসবাদী হামলায় নিহত হলেন তিনজন সাধারণ মানুষ।

বারামুলায় অজ্ঞাত পরিচয় হামলাকারীদের গুলিতে নিহত তিন

সরকারি সূত্রে গিয়েছে খানপোড়ার ইকবাল মার্কেট এলাকায় হামলা চালায় জঙ্গিরা। অকাতরে গুলি চালানো হয় তিনজনের ওপর। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে নিহত তিন ব্যক্তি আসগর খান, আসিফ ও হেসেব খান। প্রত্যেকেই বারামুলার জামিয়া মহল্লার ওল্ড টাউন-এর বাসিন্দা।

স্থানীয় একটি পুলিশ অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, তিনটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাদের সনাক্ত করার কাজ চলছে।' তিনি আরও জানান, তাঁদের প্রাথমিক ধারণা তিনজনকে পরিকল্পনা করেই হত্যা করা হয়েছে। কিন্তু কি কারণে হত্যা, তা এখনও স্পষ্ট নয়। সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সন্ধান চলছে হামলাকারীদেরও বারামুলার সীমান্ত এলাকাগুলো ঘিরে ফেলা হয়েছে যাতে কেউ এলাকা ছেড়ে পালাতে না পারে।

এদিন সকালেই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার দ্রাবগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে হিজবুল মুজাহিদিন কম্যান্ডার সমীর ভাট ওরফে সমীর টাইগার ও আরেক হিজবুল নেতা আকিব খান। যা নিয়ে অশান্ত হয়েছে পুলওয়ামা। তার প্রতিশোধেই কি এই হামলা বা সেই ঘটনার সঙ্গে আদৌও এই হামলার কোনও যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে সেদিকগুলিও।

English summary
At least three civilians have reportedly been killed in a terror attack in Jammu and Kashmir's Baramulla
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X