For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির অন্দরে হানা মমতার, ‘বিদ্রোহী’ নেতারাও তাল ঠুকলেন মোদী বিরোধী জোটের

মোদী সরকারের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তুলে রাজধানীর বুকেই সমাবেশ করেছিলেন বিদ্রোহী বিজেপি নেতারা। এবার মোদী-বিরোধী জোটের আহ্বানে সাড়া দিয়ে তাঁরা এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তুলে রাজধানীর বুকেই সমাবেশ করেছিলেন বিদ্রোহী বিজেপি নেতারা। এবার মোদী-বিরোধী জোটের আহ্বানে সাড়া দিয়ে তাঁরা ছুটে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। মমতার জোটে তাঁরাও সামিল হওয়ার বার্তা দিলেন। ফের একবার কেন্দ্রের মোদী সরকারের পতনের আওয়াজ তুললেন বিজেপি নেতারা।

বিজেপির অন্দরে হানা মমতার, ‘বিদ্রোহী’ নেতারাও তাল ঠুকলেন মোদী বিরোধী জোটের

অটলবিহারী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য যশবন্ত সিনহা থেকে শুরু করে বর্তমান বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা, বিজেপির প্রবীণ নেতা অরুণ শৌরি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাড়িতে এসে বৈঠক করে যান। তাঁরা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন দিতে আমরা তৈরি। ১০ জনপথে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের আগে তিন বিজেপি নেতার সঙ্গে মমতার এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ।

এদিন বৈঠকের পর যশবন্ত সিনহা বলেন, দেশকে বাঁচানো জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। সেই কারণে তাঁকে সাধুবাদ দিতে আমরা দেখা করলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শত্রুঘ্ন সিনহাও এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দেন। অরুণ শৌরিও এদিন মোদীর সরকারের নীতির সমালোচনা করেন। এই তিন নেতাকে জাতীয় স্তরে কাজে লাগাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার দিল্লি সফরে যাওয়ার পর থেকেই এক এক করে ১০ বিরোধী দলের সঙ্গে বৈঠক করেছেন মমতা। সেই বৈঠক করে তিনি বার্তা দিয়েছেন বিজেপি বিরোধী ভোট এক করতে। যেখানে যে দল বেশি শক্তিশালী সেখানে তাঁকে লড়ার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোট কথা একের বিরুদ্ধে এক প্রার্থীতেই বাজিমাত করতে তৎপর তিনি।

এই অবস্থা বিরোধী জোটের সঙ্গে তাল মেলাতে বিজেপির একাংশের হাজিরা দিল্লিতে অন্য জল্পনা তৈরি করল। বিজেপির অন্দরেও যে এবার ঘূণ ধরে গিয়েছে, তা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। দেশের স্বার্থে এক করতে হবে সবাইকে।

এখন শুধু এই অবস্থায় জোটের নেতা বেছে নেওয়া দরকার। রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে মমতা-সোনিয়া বৈঠকের দিকে। এই বৈঠক থেকে জোটের আঙ্গিক ও জোটের নেতার নাম উঠে আসে কি না, তাই দেখার। মোট কথা মমতার দিল্লির সফর এবার বিশেষ তাৎপর্যরপূর্ণ ২০১৯-র লক্ষ্যে।

English summary
Three BJP rebel leaders meet with Mamata Banerjee in New Delhi. They give message to stand beside Mamata Banerjee,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X