For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের নিয়ম লঙ্ঘন করে আধ্যাত্মিক গুরুর শেষকৃত্যে বিধায়ক ও বলি তারকা সহ জমায়েত হাজার জন

লকডাউনের নিয়ম লঙ্ঘন করে আধ্যাত্মিক গুরুর শেষকৃত্যে বিধায়ক ও বলি তারকা সহ জমায়েত হাজার জন

Google Oneindia Bengali News

লকডাউনের মধ্যেই মধ্যপ্রদেশে এক আধ্যাত্মিক গুরুর শেষকৃত্যে জমায়েত হল হাজার খানেক মানুষ। সোমবার দেব প্রভাকর শাস্ত্রী, যিনি '‌দাদাজি’‌ নামে পরিচিত তাঁর শেষকৃত্যের জন্য কাটনিতে হাজির হয়েছিলেন প্রাক্তন মধ্যপ্রদেশের মন্ত্রী, বলিউড তারকা সহ বহু মানুষ।

শেষকৃত্যে ২০ জনের বেশি জমায়েত নয়

শেষকৃত্যে ২০ জনের বেশি জমায়েত নয়

জানা গিয়েছে, রবিবার রাজ্যের কাটলি জেলার ‘‌দাদাধামে'‌ প্রয়াত হন ওই আধ্যাত্মিক গুরু। তিনি ফুসফুস ও কিডনির অসুখে ভুগছিলেন। সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী চতুর্থ দফার লকডাউনের নতুন নির্দেশিকা ঘোষণা করার পরই লকডাউন ও সামাজিক দুরত্বের নিয়ম ভঙ্গ করে হাজার জন জমায়েত হয় ওখানে। অথচ নতুন নির্দেশিকা অনুসারে শেষকৃত্যে ২০ জনের বেশি কেউ যোগ দিতে পারবেন না।

সমাধিস্থ করা হয় দাদাধামে

সমাধিস্থ করা হয় দাদাধামে

যদিও আধ্যাত্মিক নেতার শেষকৃত্যে শত শত মানুষের জমায়েত হওয়ার কোনও আবশ্যিকতা ছিল না। ‘‌দাদাজি'‌কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সমাধিস্থ করা হয় কাটনিতে তাঁরই প্রতিষ্ঠিত ‘‌দাদাধাম'‌-এ। শেষকৃত্যে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিজেপি সরকারের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী। একদিকে যেখানে বিজেপির প্রাক্তন মন্ত্রী অজয় বিষ্ণোই ও সঞ্জয় পাঠক শেষকৃত্যে এংশ নেন, অন্যদিকে বিজেপির প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী অর্চা চিতনিস ও বলিউড অভিনেতা আশুতোষ রানা ও রাজপাল যাদব শেষকৃত্য দেখেন।

সরকারের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি

সরকারের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি

কংগ্রেসের পক্ষ থেকেও বিধায়ক লক্ষ্মণ ঘনগোরিয়াও আধ্যাত্মিক গুরুর শেষকৃত্যে এসেছিলেন। এ প্রসঙ্গে জেলা শাসক শশী ভূষণ মন্তব্য করতে অস্বীকার করেন। শেশকৃত্যের সময় সময় সামাজিক দূরত্ব লঙ্ঘনের বিষয়ে সরকারের পক্ষ থেকেও এখনও পর্যন্ত কেউ সাড়া দেয়নি।

কংগ্রেসের মন্তব্য

কংগ্রেসের মন্তব্য

কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি ও প্রাক্তন মন্ত্রী জিতু পাটওয়ারি বলেন, ‘‌মানুষের আস্থা ও ভক্তি ছিল দাদাজির ওপর, আমাদেরও একই ছিল, কিন্তু লকডাউনের সময় যে নিয়ম জারি করা ছিল তা মানা উচিত ছিল।'‌

করোনার উপসর্গ নিয়ে বন্দি মৃত্যু! উদ্বেগে প্রেসিডেন্সে সংশোধনাগার করোনার উপসর্গ নিয়ে বন্দি মৃত্যু! উদ্বেগে প্রেসিডেন্সে সংশোধনাগার

English summary
thousands of people including mlas and bolly celeb gathered at the funeral of the spiritual gur -in violation of the lockdown rules
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X